171 ) বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র (FAMILY SUCCESSION IN THE POLITICS OF BANGLADESH) ।-Written by Junayed Ashrafur Rahman

171 ) বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র (FAMILY SUCCESSION IN THE POLITICS OF BANGLADESH) ।-Written by Junayed Ashrafur Rahman

"বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবারতন্ত্র দৃঢ়ভাবে জড়িয়ে আছে (FAMILY SUCCESSION IS STRONGLY ADJUSTED IN THE POLITICS OF BANGLADESH DIRECTLY AND INDIRECTLY)."

রাজনীতিতে পরিবারতন্ত্র স্বাভাবিক একটা ব্যাপার।

বিশ্বের অন্যান্য দেশেও পরিবারতন্ত্র আছে - তবে বাংলাদেশে একটু বেশিই আছে।

🌟 যুক্তরাষ্ট্রেও পরিবারতন্ত্র আছে - তবে বাংলাদেশের মতো এতোটা না।

সিনিয়র বুশের পরে দুই বারের মেয়াদে জর্জ ওয়াকার বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন।

কিন্তু 2016 সালের নির্বাচনে জেব বুশ (ওয়াকার বুশের ছোট ভাই) রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নটাই পাননি।

🌟 চীনের অন্যতম প্রতিষ্ঠাতা মাও সে তুঙয়ের মৃত্যুর পরে তিনির কোন সন্তান চীনের প্রেসিডেন্ট হননি।

বর্তমানে তিনির এক নাতি চীনের পার্লামেন্টারিয়ান।

🌟 আবার , জোসেফ স্টালিনের মৃত্যুর পরে অন্যন্যরা সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছেন।

🌟 ভারতেও আছে পরিবারতন্ত্র। 

জহরলাল পণ্ডিত নেহেরুর পরে পারিবারিকভাবেই ইন্দিরা গান্ধী , রাজিব গান্ধী , সোনিয়া গান্ধী , রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে জড়িয়েছেন।

তবে তিনিদের পরিবারতন্ত্র কিছুটা সীমিত পরিসরে।

🌟 কিন্তু বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র অনেকটা অন্যরকম।

যে লোক ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছেন - সে লোক আশা করেন তিনির সন্তান চেয়ারম্যান হউক।

যে লোক একবার চেয়ারম্যান হয়েছেন - সে লোক আশা করেন তিনির সন্তান এমপি হউক।

এভাবেই প্রত্যাশার ধারা অব্যাহত থাকে।

এবং সে অনুযায়ী কাজও চলে।

* যে ব্যক্তি রাজনীতির কারণে পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন , তিনি হয়ত প্রত্যাশা করবেন , তিনির সন্তানই পরবর্তীতে তিনির স্হান অধিকার করুক।

* যে শিল্পপতি রাজনীতি কারণে শত কোটি টাকা খরচ করে রাজনৈতিক পজিশন নিয়েছেন - তিনি কি চাইবেন , তিনির পজিশনটা আরেকজনের ছেলে নিয়ে নিক ? কখনই না।

বরং তিনিও চাইবেন তিনির পজিশনে তিনির সন্তানই অবস্হান করুক।

* যে ব্যক্তি বিদেশের কোটি টাকার চাকরি ত্যাগ করে বাংলাদেশের রাজনীতিতে এসেছেন - তিনি কি চাইবেন , তিনির পজিশনটা আরেকজনে নিয়ে নিক ? 

* আবার যে ব্যক্তি 1971 সালের যুদ্ধে অংশগ্রহণ করে চল্লিশ বছর পরে মন্ত্রী হয়েছেন - তিনি কি চাইবেন , তিনির মন্ত্রিত্বটা আরেকজনে নিয়ে নিক ? 

কেউই কিন্তু চাইবেননা। 

এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের দৃঢ়তা। 

🌟 কোন রাজনীতিকের ইচ্ছায় হউক আর অনিচ্ছায় হউক - বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এভাবেই জড়িয়ে আছে। 

আর হয়ত এটা মেনে নিয়েই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিকদের রাজনীতি করতে হতে পারে। 


Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒