179 ) মাওলানা মওদুদি ও জামায়াত - শিবির (MAWLANA MAUDUDI AND JAMAAT - SHIBIR)।-Written by Junayed Ashrafur Rahman

179 ) মাওলানা মওদুদি ও জামায়াত - শিবির (MAWLANA MAUDUDI AND JAMAAT - SHIBIR)।-Written by Junayed Ashrafur Rahman

মাওলানা মওদুদিকে জামায়াত - শিবির তেমনিভাবে অনুসরণ করে - যেভাবে কমিউনিস্টরা কার্ল মার্ক্সকে অনুসরণ করে।
যদিও বলে , মাওলানা মওদুদির অনুসরণ জামায়াত - শিবিরের উদ্দেশ্য না।

বৃটিশ আমলে মওলানা মওদুদি প্রতিষ্ঠা করেন জামায়াতে ইসলামি দল।

এই দলটা তখন সর্ব ভারতে প্রচলিত হয় - বর্তমানে পাকিস্তান , ভারত আর বাংলাদেশে 2013 সালে নিষিদ্ধ হওয়ার কারণে ভিন্ন কৌশলে সক্রিয় আছে।

কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল সমূহ যেভাবে নিজেদের নেতৃবৃন্দকে প্রকাশ্যে উপস্হাপন করে - যেমন : - বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ , শহীদ জিয়াকে বিএনপি আর এরশাদ সাহেবকে জাতীয় পার্টি - সেভাবে কিন্তু মাওলানা সায়্যেদ আবুল আ'লা মওদুদিকে (রাহ্.) জামায়াত অথবা শিবির প্রকাশ্যে উপস্হাপন করেনা।

বরং বলে , মওলানা মওদুদির মতাদর্শ ও লিখনি ওদের সহযোগী বিষয়।

আসলে এটা ওদের কথার কথা মাত্র। প্রকৃতপক্ষে ওরা মাওলানা মওদুদিরই অনুসরণ করে।

🌟 গোলাম আযম ,"ইকামতে দ্বীন" বইতে ঐ রকম কথা বললেও সাহাবাদের (রাদিয়াল্লাহু আনহুম) সত্যের মাপকাঠি হওয়ার বিষয়ে মাওলানা মওদুদির পক্ষে সাফাই গেয়েছেন।

🌟 আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে ,"সাইয়েদ আবুল আ'লা মওদুদি রিসার্চ একাডেমি"। এই একাডেমির লেখক , গবেষক ও পরিচালক - সকলেই জামায়াতে ইসলামির নেতা - কর্মী।

🌟 "আধুনিক প্রকাশনী" থেকে নিয়মিত প্রকাশিত হয় মওলানা মওদুদির বিভিন্ন বই।

🌟 আব্বাস আলী খান , আব্দুল মান্নান তালিবসহ আরো অনেক লেখক মাওলানা মওদুদির বই বাংলাতে অনুবাদ করেছেন।

ঐ সকল কিন্তু এমনিতেই না - বরং মাওলানা মওদুদির মতাদর্শকে প্রচার , প্রসার ও প্রতিষ্ঠা করার জন্যই করা হয়। 

কিন্তু ভাঁওতাবাজি প্রচার করে যে , মাওলানা মওদুদির মতাদর্শ প্রতিষ্ঠা করা জামায়াত - শিবিরের উদ্দেশ্য না।

🌟 আমার মনে হয় , বাংলাদেশে যেভাবে সহজেই মওলানা মওদুদির বই বিক্রি হয় , সেভাবে কার্ল মার্ক্স অথবা ভ্লাদিমির লেনিনের বইও পাওয়া সম্ভব হয়না।

🌟 প্রকৃতপক্ষে , ভাঁওতাবাজি করে যদিও জামায়াত - শিবিরের নেতৃবৃন্দ বলে যে , মওলানা মওদুদির মতাদর্শ প্রতিষ্ঠা করা ওদের উদ্দেশ্য না। 
কিন্তু চিন্তা , চেতনা , চলনে , বলনে ওরা মাওলানা মওদুদিরই অনুসরণ ও অনুকরণ করে। 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒