183) মিস্টার তারেক জিয়া : - বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা (Mr. Tarique Zia :- ONE OF THE NOTABLE FOUNDERS OF FAMILY SUCCESSION IN BANGLADESHI POLITICS)।-Written by Junayed Ashrafur Rahman

183) মিস্টার তারেক জিয়া : - বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা (Mr. Tarique Zia :- ONE OF THE NOTABLE FOUNDERS OF FAMILY SUCCESSION IN BANGLADESHI POLITICS)।-Written by Junayed Ashrafur Rahman

সরকার প্রধানের সন্তান হিসেবে 2006 সাল পর্যন্ত মি. তারেক জিয়া বেশী ক্ষমতা ভোগ করেছেন এবং বিএনপিতে নিজের একক ক্ষমতাও প্রতিষ্ঠিত করেছেন।

1975 সালে সেনাপ্রধান জেনারেল জিয়াকে দেশের ক্ষমতায় সংযোজন করা হয়।

এরপর থেকেই মি. তারেক জিয়া ক্ষমতা ভোগ করা শুরু করেন - কিন্তু আমি এটা বলছি না যে , তখন থেকেই তিনি সম্পূর্ণ ক্ষমতা ভোগ করা অথবা নিয়ন্ত্রণ করা শুরু করেন।

তবে 1991 সালে মেডাম খালেদা জিয়া ক্ষমতায় এলে বয়সের সঙ্গে তাল মিলিয়ে তিনিও হলেন বিএনপির ক্ষমতাশীল ও নীতি নির্ধারকদের অন্যতম প্রধান ব্যক্তি।

এবং গিয়াস উদ্দিন আল মামুনদের মতো ব্যক্তিদের সঙ্গেও মি. তারেক জিয়ার সখ্যতা গড়ে উঠে।

আবার 2001 সালে মেডাম খালেদা জিয়া ক্ষমতায় এলে মি. তারেক জিয়া হলেন ক্ষমতা আর আধিপত্যের কেন্দ্রীয় ব্যক্তি।

এমনকি , মি. তারেক জিয়ার কার্যালয় হাওয়া ভবনকে গণভবন অথবা বঙ্গভবনের চেয়ে বেশি ক্ষমতার উৎস মনে করা হতো।

বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণ , দলীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন সমাবেশ - এমনকি প্রকাশ্যে জনগণের সামনে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কর্মকাণ্ড প্রভৃতি বিষয়ের মাধ্যমে তিনি বিএনপিতে নিজের একক আধিপত্য বিস্তার করেন।

এমনকি সেই আধিপত্যের বিপরীতে তিনির ছোট ভাই আরাফাত জিয়াও ছিলেন কোণঠাসা ও প্রায় অসহায়।

এভাবেই মি. তারেক জিয়া বিএনপির যুবরাজে পরিণত হয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒