209 ) মেজর জলিল : - বিভ্রান্ত এক সেনা অফিসার (MAJOR JALIL :- CONFUSED MILITARY AN OFFICER)।-Written by Junayed Ashrafur Rahman
209 ) মেজর জলিল : - বিভ্রান্ত এক সেনা অফিসার (MAJOR JALIL :- CONFUSED MILITARY AN OFFICER)।-Written by Junayed Ashrafur Rahman ✒
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
Before and after the assassination of Bangabandhu https://is.gd/rHHts , Major Jalil https://g.co/kgs/Nq4o4v was the most confused army officer.
🌟 Involvement with political parties even after becoming an army officer ✒
Becoming an army officer and being associated with any political party is a huge crime.
But even as a major in the army, Jalil was directly associated with extremist and armed groups like the Jasad https://g.co/kgs/9fyJbR .
It is also a great crime under military and general law.
Extremely confused, Major Jalil did just that.
🌟 Slapping soldiers against officers ✒
General Khaled was originally assassinated by inciting the sepoys against the officers.
The situation was such that many army officers fled at that time to save their lives.
Brigadier Khurshid escaped to the top of the cantonment walls after being captured by the sepoys.
Colonel Malek fled to his village home in a cantonment car to save his life.
Major Iskander Mirza fled leaving his sister Madam Khaleda Zia and brother-in-law General Zia in the cantonment.
Such unpleasant incidents took place mainly by Colonel Taher, Major Jalil and pro-Jasad sepoys.
This is a huge crime for the army.
Even if an army officer unleash any soldier against another army officer, it is a huge crime.
But Mr. Jalil committed the crime even though he was a major.
🌟 Attraction from leftist politics to rightist and Islamic politics ✒
Although Major Jalil practiced leftist politics, he was attracted to the Islamic Party towards the end of his life.
This may be due to his confusion, or due to his perception of the harmful nature of leftist politics.
🌟 Opposition to Jamaat-e-Islami ✒
Major Jalil was anti-BNP. After all, General Zia, the founder of the BNP, shattered the dream of Colonel Taher and other leftist forces to form a communist army by executing them.
And through the BNP, General Zia made weak the leftist politics in Bangladesh.
But whether he was under the influence of leftist politics or other anti-Jamaat-e-Islami https://g.co/kgs/tjPvEL Islamist parties, he became a staunch opponent of Jamaat-e-Islami. In his book, A SEARCH FOR IDENTITY, he called Jamaat-e-Islami more disgusting than communists.
Major Jalil's opposition to BNP's Jamaat-e-Islami is a bit strange.
🌟 Major Jalil is a man almost forgotten in Bangladesh army and politics - but he is a memorable person in the history of Bangladesh.
🌟🌟🌟 BANGLA VERSION ✒
বঙ্গবন্ধুকে https://is.gd/rHHts হত্যার আগে ও পরে মেজর জলিল https://g.co/kgs/Nq4o4v ছিলেন সবচেয়ে বেশি বিভ্রান্ত সেনা অফিসার।
🌟 সেনা অফিসার হয়েও রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ✒
একজন সেনা অফিসার হয়ে রাজনৈতিক কোন দলের সঙ্গে সংশ্লিষ্টতা বিরাট একটা অপরাধ।
কিন্তু জলিল সাহেব সেনাবাহিনীর একজন মেজর হয়েও তিনি জাসদের মতো উগ্রবাদী ও অস্ত্রধারী দলের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন।
এটা মিলিটারি এবং সাধারণ আইনেও বিরাট একটা অপরাধ।
চরমভাবে বিভ্রান্ত হয়ে মেজর জলিল ঐ কাজটাই করেছিলেন।
🌟 অফিসারদের বিরুদ্ধে সৈনিকদেরকে লেলিয়ে দেয়া ✒
জেনারেল খালেদকে মূলতঃ হত্যা করা হয়েছিলো অফিসারদের বিরুদ্ধে সিপাহিদেরকে লেলিয়ে দিয়ে।
পরিস্থিতিটা এমন ছিলো যে , অনেক সেনা অফিসার নিজেদের জীবন বাঁচাতে সেই সময়ে পালিয়েছিলেন।
ব্রিগেডিয়ার খুরশিদ সিপাহিদের হাতে ধরা পড়ার পরে ক্যান্টনমেন্টের দেয়াল টপকে পালিয়েছিলেন।
কর্নেল মালেক নিজের জীবন বাঁচাতে ক্যান্টনমেন্টের গাড়িতে করে নিজের গ্রামের বাড়িতে পালিয়েছিলেন।
মেজর ইসকান্দার মির্জা নিজের বোন মেডাম খালেদা জিয়া আর দুলাভাই জেনারেল জিয়াকে ক্যান্টনমেন্টে ফেলে রেখে পালিয়েছিলেন।
ঐরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো মূলতঃ কর্নেল তাহের , মেজর জলিল আর জাসদপন্থী সিপাহিদের দ্বারা।
এটাতো সেনাবাহিনীর জন্য বিরাট অপরাধ।
এমনকি একজন সেনা অফিসার যদি আরেকজন সেনা অফিসারের বিরুদ্ধে সৈনিক লেলিয়ে দেয় , তবে সেটাও বিরাট একটা অপরাধ।
অথচ জলিল সাহেব একজন মেজর হয়েও ঐ অপরাধটা করেছিলেন।
🌟 বামপন্থী রাজনীতি থেকে ডানপন্থী ও ইসলামিক রাজনীতির প্রতি আকর্ষণ ✒
মেজর জলিল বামপন্থী রাজনীতি করলেও , জীবনের শেষের দিকে ইসলামিক দলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
সেটা হতে পারে তিনির বিভ্রান্তির কারণে , অথবা বামপন্থী রাজনীতির ক্ষতিকারক বিষয়টা উপলব্ধির কারণে।
🌟 জামায়াতে ইসলামির বিরোধিতা ✒
মেজর জলিল ছিলেন বিএনপি বিরোধী। কেননা , বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াই কর্নেল তাহের ও অন্যান্য বামপন্থী সেনাদের সাম্যবাদী সেনাবাহিনী গঠনের স্বপ্ন মৃত্যুদণ্ডের মাধ্যমে ভঙ্গ করেছিলেন।
এবং বিএনপির মাধ্যমে বাংলাদেশে বামপন্থী রাজনীতিকে একেবারে দুর্বল করে দিয়েছিলেন।
কিন্তু তিনি বামপন্থী রাজনীতি অথবা জামায়াতে ইসলামি বিরোধী অন্যান্য ইসলামিক দলের প্রভাবেই হউক - তিনি জামায়াতে ইসলামির প্রচণ্ড বিরোধী হয়েছিলেন। তিনি নিজের বই "A SEARCH FOR IDENTITY (আত্ম পরিচয়ের সন্ধানে)" - তে জামায়াতে ইসলামিকে কমিউনিস্টদের চেয়ে জঘন্য বলেছেন।
বিএনপি বিরোধী মেজর জলিলের জামায়াতে ইসলামির এমন বিরোধিতাটা একটু অদ্ভুতই বটে।
🌟 বাংলাদেশ সেনাবাহিনী ও রাজনীতিতে মেজর জলিল প্রায় ভুলে যাওয়া এক ব্যক্তি - কিন্তু বাংলাদেশের ইতিহাসে তিনি একজন স্মরণীয় ব্যক্তি।
Comments
Post a Comment