177 ) জামায়াত - শিবিরে পরিবারতন্ত্র (FAMILY SUCCESSION IN THE POLITICAL PARTIES JAMAAT AND SHIBIR )।-Written by Junayed Ashrafur Rahman

177 ) জামায়াত - শিবিরে পরিবারতন্ত্র (FAMILY SUCCESSION IN THE POLITICAL PARTIES  JAMAAT AND SHIBIR ) ।-Written by Junayed Ashrafur Rahman

অন্যান্য দলের মতো জামায়াত - শিবিরে পরিবারতন্ত্রের প্রকাশ্য চর্চা না হলেও অন্তত্য কৌশলে হয়ে থাকে , তাই জামায়াত - শিবিরকে নিয়ে আলাদা করে এই আলোচনা।

জামায়াতে ইসলামি এককভাবে সরকার গঠন করতে না পারলেও বাংলাদেশের উল্লেখযোগ্য একটা দল এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ হলেও 1975 সালের পরে আবার সক্রিয় হয় - সঙ্গে থাকে ছাত্র সংগঠন শিবির।

ঐ দলটা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের কথা বললেও নিজেদের জীবনে কতটুকু ইসলাম কায়েম করেছে অথবা করতে পেরেছে - সেটা ওরা নিজেরাই হয়ত বলতে পারবে না।

গোলাম আযমের পরে অনেক জন জামায়াতে ইসলামির আমীর নিযুক্ত হলেও - মূলত কয়েকটা পরিবারই জামায়াতে ইসলামিকে নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশে ইসলামি দল অনেক আছে - কিন্তু সেগুলো জামায়াতে ইসলামির মতো এমন বড় ও সক্রিয় দল না।

তবে ইসলামি অন্যান্য দলে পরিবারতন্ত্রের চর্চাটা প্রকাশ্যেই হয়।

কিন্তু জামায়াতে ইসলামিতে আমীর আর সেক্রেটারি জেনারেল বদল হলেও নিয়ন্ত্রণ করে কিন্তু গোলাম আযম , মীর কাশেম আলী , মতিউর রহমান নিজামী , কাদের মোল্লা , কামরুজ্জামানদের পরিবারই।

মূলত এদের পরিবারই হচ্ছে জামায়াতে ইসলামির ক্ষমতা আর নীতি নির্ধারণের কেন্দ্রীয় শক্তি।

🌟 আর ছাত্র শিবিরের বিষয়ে জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ যদিও বলে যে , শিবির তাদের অঙ্গ সংগঠন না এবং শিবিরকে ওরা নিয়ন্ত্রণও করে না।

এটা একটা ভাঁওতাবাজি ছাড়া কিছুই না।

মূলত ছাত্র শিবিরের নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণ ওদের পরিবারই করে।

🌟 জামায়াত - শিবিরের ঐ পরিবারতন্ত্রের চর্চা কেন্দ্রীয় পর্যায় থেকে উপজেলা - ইউনিয়ন পর্যায়েও হয়।

এভাবেই জামায়াত - শিবিরে পরিবারতন্ত্রের চর্চা কৌশলে হয়ে থাকে। 

Comments

Popular posts from this blog

836) In the context of Safe Exit. (সেইফ এক্সিট প্রসঙ্গে।) _ Written by Junayed Ashrafur Rahman

721) General Zia's big mistake.(জেনারেল জিয়ার বড় ভুল।) – Written by Junayed Ashrafur Rahman

208 ) কর্নেল তাহের : - ইতিহাসের এক ট্রাজিক হিরো (COLONEL TAHER :- TRAGIC HERO OF THE HISTORY)।-Written by Junayed Ashrafur Rahman