195) বিসিএস ক্যাডারের পণ্ডিতি (PEDANTRY OF BCS CADRE)।-Written by Junayed Ashrafur Rahman

 195) বিসিএস ক্যাডারের পণ্ডিতি (PEDANTRY OF BCS CADRE)।-Written by Junayed Ashrafur Rahman


একজন ছাত্র কিছুটা হলেও পণ্ডিতি করেই বিসিএস ক্যাডার হন।


কিন্তু নিজের পণ্ডিতি জাহির করার জন্য যদি সমাজে এবং সামাজিক মাধ্যমে চাকরির নীতি বিরোধী কাজ করেন , তবে সেটা একটা বিরাট অপরাধই হয়।


হ্যাঁ , বিরাট অপরাধ। বিসিএস ক্যাডার হলেন সরকারি চাকরিজীবি - তিনি কিন্তু সাধারণ মানুষের মতো যথেষ্ট স্বাধীনতার অধিকারী নন। 

https://parg.co/bffq

https://youtu.be/CW5ymiBHtRE
https://youtu.be/DvmLGw8dCMo


দেশের রাজনীতি , পররাষ্ট্রনীতি , জাতীয় নিরাপত্তা ব্যবস্থা , এমনকি আইন , সাহিত্য , রাষ্ট্রবিজ্ঞান , সমাজবিজ্ঞান প্রভৃতি বিষয়ে একজন বেসরকারি চাকরিজীবি অথবা ফ্রিল্যান্সার নিজের মতামত প্রদান করার জন্য যেমন অধিকারী - কিন্তু একজন বিসিএস ক্যাডার ও সরকারি চাকরিজীবি তেমন অধিকারী নন। 

যদি তিনি তেমন করেন , তবে সেটাও এক ধরণের অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।


কেননা , যখন একজন বিসিএস - বিশেষ করে পুলিশ ও প্রশাসন - ক্যাডার নিজের পণ্ডিতি জাহির করার জন্য সমাজ ও সামাজিক মাধ্যমে তৎপর হন , তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হতে পারে যে , ঐ লোক পণ্ডিতি করে , তাহলে নিজের দায়িত্ব পালন করে কখন ? জনগণের ট্যাক্স দিয়ে বিসিএস ক্যাডারের বেতন দেওয়া হয় কি জনসেবা করার জন্য , নাকি পণ্ডিতি করার জন্য ? 


আবার , ঐ ধরণের পণ্ডিতি জাহির করে যদি ভুল করেন , তবে ধরা খাইলে প্রমোশন তো বাদ হবেই , উল্টো ডিমোশনও হবে।


আমি কিন্তু এটা কখনই বলছি না যে , বিসিএস ক্যাডার কোন ক্ষেত্রেই পণ্ডিতি করতে পারবেন না - বরং এটা বলছি যে , জনসাধারণের মধ্যে (ইন্টারনেট ও মানব সমাজে) পণ্ডিতি জাহির না করে , বরং চাকরিতে পণ্ডিতি জাহির করবেন।


মানে , প্রমোশনের আগে যখন বিভিন্ন পরীক্ষা নেয়া হয় , তখন যেমন পারেন নিজের মতো করে পণ্ডিতি জাহির করবেন - এর বাইরে না।


🌟 প্রত্যেক বিসিএস ক্যাডারের এটা অবশ্যই মনে রাখা দরকার যে , অতীতে বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা ছিলো কম - তাই বিসিএস ক্যাডারদেরকে অনেকটা কল্প বিজ্ঞান কাহিনীর (সায়েন্স ফিকশন) এলিয়েনদের মত মনে করা হত - কিন্তু এখন তেমনটা মনে করা হয় না। কেননা , এখন শিক্ষিত মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। 

এমনকি , বিসিএস ক্যাডারদের চেয়ে অনেক বেশি মেধাবী ব্যক্তিরা সমাজে স্বাভাবিক জীবন যাপন করছেন। 


তাই , কোন বিসিএস ক্যাডারের পণ্ডিতি দেখার জন্য সমাজ বসে থাকেনা। সমাজ এখন চায় বিসিএস ক্যাডারদের কাছ থেকে জনসেবা। 


এবং বিসিএস কোন ক্যাডার ভুল অথবা অপরাধ করলে সমাজের শিক্ষিত ও মেধাবী ঐ ব্যক্তিরা কিন্তু ছাড়েন না।


অতএব , বিসিএস ক্যাডারগণ , সমাজে এবং সামাজিক মাধ্যমে নিজের পণ্ডিতি জাহির করার বিষয়ে সাবধান।


🌟 আর হ্যাঁ , বিসিএস ক্যাডারের পণ্ডিতি বিষয়ে আমি যে আলোচনা করলাম , সিভিল (জনসাধারণ) হিসেবে এই আলোচনার অধিকার আমার আছে। কিন্তু এমন আলোচনা করার অধিকার হয়ত বিসিএস ক্যাডারদেরও নাই। 

Comments

Popular posts from this blog

836) In the context of Safe Exit. (সেইফ এক্সিট প্রসঙ্গে।) _ Written by Junayed Ashrafur Rahman

721) General Zia's big mistake.(জেনারেল জিয়ার বড় ভুল।) – Written by Junayed Ashrafur Rahman

208 ) কর্নেল তাহের : - ইতিহাসের এক ট্রাজিক হিরো (COLONEL TAHER :- TRAGIC HERO OF THE HISTORY)।-Written by Junayed Ashrafur Rahman