212)LONG LASTING OF Barrister Moudud Ahmed.(মওদুদ সাহেবের টিকে থাকা।) -Written by Junayed Ashrafur Rahman

 212) মওদুদ সাহেবের টিকে থাকা (LONG LASTING OF Barrister Moudud Ahmed)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒


🌟🌟🌟 ENGLISH VERSION ✒ 


 Mr. Moudud https://g.co/kgs/hzFK7w has survived in his own glory even in the favorable and unfavorable times of Bangladesh.



 🌟 The glory of the name Moudud ✒ 


 The name Moudud is but a very glorious name. Because, Khwaja Moudud Chishti Rahmatullahi Alaihi is one of the ancient teachers of Chishtia sect. Subsequent teachers were further enhanced by his teachings and spiritual blessings. And Maulana Sayyid Abul Ala Maududi https://g.co/kgs/2KzEKs was a descendant of Khwaja Maudud Chishti Rahmatullahi Alaihi. So the name "Chishti" is also added at the end of Maulana Maududi's name.


 I do not know, who put the name of Mr. Moudud? But the name Moudud is a very glorious and blessed name.


🌟 Mr. Moudud in the politics ✒ 


 Mr. Moudud became fully involved in politics soon after independence.


 After that he served as a minister in BNP and Jatiya Party.


 Even at the end of Mr. Ershad's https://g.co/kgs/KE7DSN tenure, he was the Prime Minister.


 And from 2001 to 2006 he was the law minister of the coalition government.


 🌟 Another identity of Mr. Moudud ✒ 


 Mr. Moudud is not only a lawyer and politician - but he is also the son-in-law of the rural poet Jasim Uddin.


 Who knows? Maybe because he is the son-in-law of a rural poet, he gets the sympathy of all parties.


 As a historian, I think if he had left the BNP https://g.co/kgs/difmrm from 2004 to 2006 and joined the JMB https://is.gd/ungGE, he might have been one of the JMB's leading council members. .


🌟 Maybe in the future there will be a time when Mr. Moudud will be remembered as the son-in-law of a rural poet rather than as a minister.



🌟🌟🌟 BANGLA VERSION ✒ 


বাংলাদেশের অনুকূল ও প্রতিকূল সময়েও মওদুদ সাহেব নিজের মহিমায় টিকে আছেন।



🌟 মওদুদ নামের মহিমা ✒ 


মওদুদ নামটা কিন্তু অত্যন্ত মহিমান্বিত নাম। কেননা , চিশতিয়া তরিকার অন্যতম আদি গুরু খাজা মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনির শিক্ষা ও আধ্যাত্মিক বরকতে পরবর্তী গুরুগণ আরও উন্নত হয়েছিলেন। এবং মাওলানা সায়্যেদ আবুল আ'লা মওদুদি হলেন খাজা মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বংশধর। তাই মাওলানা মওদুদির নামের শেষে "চিশতি" নামটাও সংযুক্ত করা হয়। 


আমি জানি না , মওদুদ সাহেবের নামটা কে রেখেছিলেন ? কিন্তু মওদুদ নামটা অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় নাম। 


🌟 রাজনীতিতে মওদুদ সাহেব ✒


স্বাধীনতার পর পরই মওদুদ সাহেব রাজনীতিতে সম্পূর্ণভাবে যুক্ত হয়েছিলেন।


এরপরে বিএনপি ও জাতীয় পার্টিতে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।


এমনকি এরশাদ সাহেবের আমলের শেষের দিকে তিনি প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করেছিলেন। 


এবং 2001 থেকে 2006 পর্যন্ত তিনি জোট সরকারের আইন মন্ত্রী ছিলেন।


🌟 মওদুদ সাহেবের অন্য পরিচয় ✒


মওদুদ সাহেব শুধু আইনজীবী ও রাজনীতিক হিসেবে না - বরং তিনি পল্লী কবি জসীম উদ্দীনের জামাতাও বটে।


কে জানে ? হয়তো পল্লী কবির জামাতা হওয়ার কারণেই হয়তো তিনি সকল দলেরই সহানুভূতি পেয়ে থাকেন।


একজন ঐতিহাসিক হিসেবে আমার মনে হয় , 2004 থেকে 2006 সাল পর্যন্ত সময়টাতে তিনি যদি বিএনপি ত্যাগ করে জেএমবিতে যোগ দিতেন , তবে হয়তো জেএমবির অন্যতম প্রধান শুরা সদস্য হতেন।


🌟 ভবিষ্যতে হয়তো এমন এক সময় আসবে , তখন মওদুদ সাহেবের মন্ত্রী পরিচয়ের চেয়ে পল্লী কবির জামাতা হিসেবেই তিনি স্মরণীয় হবেন।

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒