213) কাদের সিদ্দিকী : - একমাত্র বেসামরিক বীর উত্তম (Abdul Kader Siddique ONLY ONE BEER UTTAM OF THE FREEDOM FIGHT 1971)।-Written by Junayed Ashrafur Rahman

213) কাদের সিদ্দিকী : - একমাত্র বেসামরিক বীর উত্তম। (Abdul Kader Siddique ONLY ONE BEER UTTAM OF THE FREEDOM FIGHT 1971.)-Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW


🌟🌟🌟 ENGLISH VERSION ✒ 


As the civil freedom fighter Kader Siddiqui's https://g.co/kgs/9Uw7ZG, is the only one Bir Uttom https://g.co/kgs/CcviLY.


 And after the assassination of Bangabandhu, he was the only one who protested organizationally.


 🌟 Two heroes in one Bengal ✒ 


 There are two Bangabirs (Hero) in Bengal, Banga or Bangladesh. 


 Firstly Masnad E A'la (The Big Chairman) Isa Khan https://is.gd/Palj4 was honored by Emperor Muhammad Akbar Abu'l-Fath jalal-ud-din The Great https://g.co/kgs/7Ebjsj


And secondly Abdul Kader Siddique https://g.co/kgs/9Uw7ZG


 As the saying goes, there are no two tigers in one forest - but there are two heroes in one Bengal.


 Who is a greater hero than whom? That, of course, is a separate issue in history.


 🌟 Freedom fighter Kader Siddique ✒ 


 At the call of Bangabandhu, he fought against Pakistan in 1971 by his own Kaderia forces.


 Later, 69 heroes, both military and civilian, became better.


 Among them, Kader Siddiqui is the only civilian hero (Bir Uttom).


🌟 Surrender of arms ✒ 


 After the liberation war of 1971, Kader Siddiqui himself surrendered arms to Bangabandhu https://is.gd/rHHts.


 And as a freedom fighter, he earned a good title Bir Uttom .


 🌟 Killing unarmed people ✒ 


 What amazes me the most is that after independence, Kader Siddiqui himself stabbed some unarmed people to death in the stadium.



 What was the need to do that? If his purpose was to show his bravery, he could have done it by showing firing practice.


🌟 Annihilation of Kaderia forces ✒ 


 After surrendering arms to Bangabandhu, after 1972, Kaderia's forces started rioting in Tangail area.


 For this reason, Bangabandhu sent a special team of the army to Tangail for suppressing the Kaderiya forces.


 However, I will not unilaterally blame the Kaderia forces.


 Because, at that time, many rebel groups caused trouble.


 Jasad led by Colonel Taher https://is.gd/tk6lv, Major Jalil https://is.gd/p7Jhe and others; The Proletarian Party under the leadership of Siraj Sikder and the anti-independence forces were secretly active.


 In such a commotion, the nuisance of Kaderia's forces was not so much.


🌟 Leaving Awami League ✒ 


 He left the Awami League https://g.co/kgs/zRrjJD in 1996.


 Although Siddiqui was associated with the Awami League from 1975 to 1996, he left the party in 1996.


 It is a little strange to connected with the team in bad times and leave in good times.


 🌟 Farmers - Workers - Janata League ✒ 


 That party was established by Kader Siddiqui as a clone party of Awami League.


 The special slogan of that party was, "Don't go to Faridpur - Don't go to Bogra."


 Did he want to spread the "Krishak-Sramik-Janata League" in the style of Maharashtra-centric regional party "Shiv Sena Party" like Balakrishna Thackeray?


 🌟 The only civilian hero will be remembered in the history of Bengal as better than his failure or success in political life.


🌟🌟🌟 BANGLA VERSION ✒ 


কাদের সিদ্দিকীর https://g.co/kgs/9Uw7ZG ব্যাপারে তর্ক - বিতর্ক থাকলেও , একমাত্র তিনিই বেসামরিক বীর উত্তম।

এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে একমাত্র তিনিই সাংগঠনিকভাবে প্রতিবাদ করেছিলেন। 


🌟 এক বঙ্গে দুই বীর ✒ 


বাংলা , বঙ্গ অথবা বাংলাদেশের দুইজন বঙ্গবীর আছেন একজন স্বয়ং সম্রাট আকারের https://g.co/kgs/7Ebjsj দেয়া উপাধি "মসনদ ই আ'লা" তে ভূষিত বঙ্গবীর ঈসা খাঁ https://is.gd/Palj4 আর আরেকজন আব্দুল কাদের সিদ্দিকী। 


কথায় আছে , এক বনে দুই বাঘ থাকেনা - কিন্তু এক বঙ্গে দুই বীর ঠিকই আছেন। 


কে কার চেয়ে বড় বীর ? সেটা অবশ্য ইতিহাসের আলাদা আলোচ্য বিষয়। 


🌟 মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী ✒


বঙ্গবন্ধুর আহ্বানে তিনি 1971 সালে নিজের কাদেরিয়া বাহিনীর দ্বারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।


পরে সামরিক ও বেসামরিক মিলিয়ে 69 জন বীর উত্তম হয়েছেন। 


তিনিদের মধ্যে কাদের সিদ্দিকী হচ্ছেন একমাত্র বেসামরিক (সিভিল) বীর উত্তম। 


🌟 অস্ত্র সমর্পণ ✒ 


1971 সালের মুক্তিযুদ্ধের পরে কাদের সিদ্দিকী স্বয়ং বঙ্গবন্ধুর https://is.gd/rHHts কাছে অস্ত্র সমর্পণ করেছিলেন। 


এবং মুক্তিযোদ্ধা হিসেবে বীর উত্তম খেতাব অর্জন করেছিলেন। 


🌟 নিরস্ত্র মানুষদেরকে হত্যা ✒ 


আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় এটা যে , স্বাধীনতার পরে কাদের সিদ্দিকী নিজে স্টেডিয়ামে কয়েকজন নিরস্ত্র মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিলেন। 



কী দরকার ছিলো এমনটা করার ? যদি নিজের বাহাদুরি দেখানোই তিনির উদ্দেশ্য থাকতো , তাহলে তিনি ফায়ারিং প্র্যাকটিস দেখিয়ে সেটা করতে পারতেন। 


🌟 কাদেরিয়া বাহিনীর উৎপাত ✒ 


বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করলেও 1972 সালের পরে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল অঞ্চলে উৎপাত শুরু করে। 


এই কারণে কাদেরিয় বাহিনীকে দমন করার জন্য সেনাবাহিনীর বিশেষ একটা টিমকে বঙ্গবন্ধু প্রেরণ করেছিলেন টাঙ্গাইলে। 


তবে , আমি একতরফাভাবে কাদেরিয়া বাহিনীকে দোষী বলবো না। 


কেননা , সেই সময়টাতে অনেক বিদ্রোহী দল উৎপাত করেছিলো। 


কর্নেল তাহের https://is.gd/tk6lv , মেজর জলিল https://is.gd/p7Jhe ও অন্যান্যদের নেতৃত্বে জাসদ ; সিরাজ শিকদারের নেতৃত্বে সর্বহারা দল এবং গোপনে স্বাধীনতা বিরোধী শক্তি সক্রিয় ছিলোই। 


উৎপাতের ঐরকম হাঙ্গামায় কাদেরিয়া বাহিনীর উৎপাত তেমন বেশি কিছু ছিলোনা। 


🌟 আওয়ামী লীগ ত্যাগ ✒ 


1996 সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন। 


কাদের সিদ্দিকী 1975 থেকে 1996 সালের দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও তিনি 1996 সালে সেই দল ত্যাগ করেছিলেন। 


দুঃসময়ে দলে থেকে সুসময়ে দল ত্যাগ করাটা একটু অদ্ভুতই বটে। 


🌟 কৃষক - শ্রমিক - জনতা লীগ ✒ 


আওয়ামী লীগের ক্লোন পার্টি হিসেবে কাদের সিদ্দিকী প্রতিষ্ঠা করেছিলেন ঐ দলটি। 


ঐ দলের অন্যতম শ্লোগান ছিলো ," আর যাবোনা ফরিদপুরে - আর যাবোনা বগুড়াতে। " 

বালকৃষ্ণ ঠাকারের মতো মহারাষ্ট্র কেন্দ্রীক আঞ্চলিক দল "শিবসেনা পার্টির" স্টাইলে তিনিও কি "কৃষক - শ্রমিক - জনতা লীগ"- র বিস্তার ঘটাতে চেয়েছিলেন ? 


🌟 রাজনৈতিক জীবনে তিনির ব্যর্থতা অথবা সফলতার চেয়ে একমাত্র বেসামরিক বীর উত্তম হিসেবেই বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।


Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒