252)Giving up the ministry by Sohel Taj.(সোহেল তাজ কর্তৃক মন্ত্রিত্ব ত্যাগ।)- Written by Junayed Ashrafur Rahman 🖋️

 252 https://v.gd/UrHRf7 ) Giving up the ministry by Sohel Taj.(সোহেল তাজ কর্তৃক মন্ত্রিত্ব ত্যাগ।)- Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 🖋️

🌟🌟🌟 ENGLISH VERSION 🖋️ 


🌟 Sohel Taj's resignation from the ministry https://v.gd/l7U4kA was a wonderful event for the politics of Bangladesh.




🌟 Political family 🖋️ 




Sohel Taj, son of one of the organizers of independence, one of the leaders of the four national leaders, the Prime Minister of Bangladesh during the war of liberation Shahid Tajuddin Ahmed and Syeda Johra Tajuddin, the woman leader of the Awami League of difficult time.




That is why he is one of the politicians in the family tradition in Awami League and Bangladesh politics.




🌟 Leaving the ministry 🖋️ 




In 2009, he was appointed Minister of State for Home Affairs.




For this reason, he was considered as one of the leaders in the politics of Gazipur and Greater Mymensingh.




But he gave up the ministry without prior announcement. 




It was a wonderful event for the politics and people of Bangladesh.




🌟 Rare Example 🖋️ 




In independent Bangladesh, such a resignation is almost a rare instance.




Almost all politicians in Bangladesh dream of becoming MPs and ministers. And being the Home Minister is almost like being a VVIP Minister.




But he gave up the ministry. 




🌟 So there is no need to be anxious or troubled to become an MP or a minister in the politics of Bangladesh.


🌟🌟🌟 BANGLA VERSION 🖋️ 

🌟 সোহেল তাজের https://v.gd/l7U4kA মন্ত্রিত্ব ত্যাগ ছিলো বাংলাদেশের রাজনীতির জন্য রীতিমত বিস্ময়কর ঘটনা।


🌟 রাজনৈতিক পরিবার 🖋️


স্বাধীনতার অন্যতম সংগঠক , জাতীয় চার নেতার এক নেতা , মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ এবং আওয়ামীলীগের চরম দুঃসময়ের নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের ছেলে সোহেল তাজ।


তাই তিনি আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যে অন্যতম রাজনীতিক।


🌟 মন্ত্রিত্ব ত্যাগ 🖋️


2009 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োজিত হয়েছিলেন।


এই কারণে তিনি গাজীপুর তো বটেই , বৃহত্তর ময়মনসিংহের রাজনীতির অন্যতম নেতা হিসেবে বিবেচিত হয়েছিলেন।


কিন্তু তিনি পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন। 


এটা ছিলো বাংলাদেশের রাজনীতি ও জনসাধারণের জন্য বিস্ময়কর ঘটনা।


🌟 বিরল দৃষ্টান্ত 🖋️


স্বাধীন বাংলাদেশে ঐভাবে মন্ত্রিত্ব ত্যাগের ঘটনা প্রায় বিরল একটা দৃষ্টান্ত।


বাংলাদেশের প্রায় সকল রাজনীতিকই স্বপ্ন দেখেন এমপি - মন্ত্রী হওয়ার। আর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়াটা তো প্রায় ভিভিআইপি মন্ত্রী হওয়ার মতো অবস্হা।


কিন্তু তিনি সেই মন্ত্রী হয়েও ত্যাগ করেছিলেন। 


🌟🌟🌟 তাই বাংলাদেশের রাজনীতিতে এমপি অথবা মন্ত্রী হওয়ার জন্য ব্যাকুল অথবা পেরেশান হওয়ার দরকার নাই। 




Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒