288) জাতীয় পার্টির চেয়ে বিএনপি যে কারণে প্রভাবশালী (For that reason BNP is more influential than Jatiya Party)। - Written by Junayed Ashrafur Rahman ✒

288 https://v.gd/UrHRf7 ) জাতীয় পার্টির চেয়ে বিএনপি যে কারণে প্রভাবশালী (For that reason BNP is more influential than Jatiya Party)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com


🌟 BNP is more influential than Jatiya Party because of the formation of Jatiya Party by bringing leaders and workers from BNP.




🌟 Formation of Jatiya Party ✒ 




 Mr. Ershad took advantage of the opportunity to form the Jatiya Party after the death of President Zia.




But Mr. Ershad did not form a party with new politicians as like General Zia. 


Even, Mr. Ershad formed the Jatiya Party by bringing leaders and activists from then BNP.




Leaders as like Mr. Moudud and Saka Chowdhury then joined Jatiya Party from BNP. 




🌟 Central politics to local politics ✒ 




Mr. Ershad asserted his power by bringing leaders from the BNP at the central level of the Jatiya Party and in various ministries.




Similarly, in local politics, that is, at the district, upazila, thana and union level, leaders and activists from the BNP came and formed the Jatiya Party.




🌟 Leaving Jatiya Party and joining BNP again ✒ 




After removing of Ershad in 1990, central and local political leaders and activists as like Moudud and Saka Chowdhury left the Jatiya Party and rejoined the BNP. 




🌟 Bureaucrats join BNP ✒ 




All the bureaucrats who got huge opportunities during Mr. Ershad's tenure also left the government service and joined the BNP. Mr. Mosharraf of Muktagachha in Mymensingh is one of them.




🌟 BNP is still more influential than Jatiya Party ✒ 




For the above-mentioned reasons, at present (2020) the Jatiya Party has more seats in the Jatiya Sangsad (Parliament) than the BNP, but the Jatiya Party is more influential than the Jatiya Party outside the Parliament, i.e. in the streets and in local politics. © All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



🌟 বিএনপি থেকে নেতা - কর্মী এনে জাতীয় পার্টি গঠন করার কারণেই জাতীয় পার্টির চেয়ে বিএনপি বেশি প্রভাবশালী।


🌟 জাতীয় পার্টি গঠন ✒


প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে এরশাদ সাহেব সুযোগের সদ্ব্যবহার করে জাতীয় পার্টি গঠন করে‍ছিলেন।


কিন্তু জেনারেল জিয়ার মতো এরশাদ সাহেব নতুন রাজনীতিকদেরকে নিয়ে দল গঠন না করে , বরং সেই সময়ের বিএনপি থেকে নেতা - কর্মী এনে জাতীয় পার্টি গঠন করেছিলেন।


মওদুদ সাহেব , সাকা চৌধুরীর মতো নেতারা তখন বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন। 


🌟 কেন্দ্র থেকে স্হানীয় রাজনীতি ✒


জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে বিএনপি থেকে নেতা এনে এরশাদ সাহেব নিজের ক্ষমতাকে স্হায়ী করেছিলেন।


তেমনি স্হানীয় রাজনীতিতে , মানে জেলা , উপজেলা , থানা ও ইউনিয়ন পর্যায়েও বিএনপি থেকে নেতা - কর্মী এসে জাতীয় পার্টি গঠন করেছিলেন।


🌟 জাতীয় পার্টি ত্যাগ করে আবার বিএনপিতে যোগদান ✒ 


1990 সালে এরশাদ সাহেবের পতনের পরে মওদুদ সাহেব , সাকা চৌধুরীর মতো কেন্দ্রীয় এবং স্হানীয় রাজনীতির নেতা - কর্মীরাও জাতীয় পার্টি ত্যাগ করে আবার বিএনপিতে যোগদান করেছিলেন। 


🌟 আমলাদের বিএনপিতে যোগদান ✒


এরশাদ সাহেবের আমলে যে সকল আমলারা ব্যাপক সুযোগ - সুবিধা পেয়েছিলেন , তিনিরাও সরকারি চাকরি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছিলেন। তিনিদের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার মোশাররফ সাহেব অন্যতম।


🌟 এখনও জাতীয় পার্টির চেয়ে বিএনপি প্রভাবশালী ✒


মূলতঃ উল্লিখিত কারণেই , বর্তমানে (2020) জাতীয় সংসদে বিএনপির চেয়েও জাতীয় পার্টি বেশি আসনের অধিকারী হওয়া সত্ত্বেও সংসদের বাইরে , অর্থাৎ রাজপথে এবং স্হানীয় রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ে বিএনপি বেশি প্রভাবশালী। © © All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒