289) বঙ্গবন্ধুর হত্যা এবং জেনারেল জিয়া (Assassination of Bangabandhu and General Zia)। - Written by Junayed Ashrafur Rahman ✒

289 https://v.gd/UrHRf7 ) বঙ্গবন্ধুর হত্যা এবং জেনারেল জিয়া (Assassination of Bangabandhu and General Zia)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman ✒



🌟 General Zia was not present at the time of Bangabandhu's assassination - but he was not sympathetic to Bangabandhu's family after the assassination.




🌟 On the night of the assassination ✒ 




General Zia was at his residence on the night that Major Farooq-Rashid killed Bangabandhu, General Zia was at his residence.




So historically it has to be said that General Zia did not kill Bangabandhu.




🌟 After the assassination ✒ 




After the assassination, General Zia was appointed army chief by Khandaker Mushtaq - but the power was with Farooq and Rashid.



🌟 After gaining power ✒ 




After the November 3 and November 7 uprisings, General Zia came to full power. But as the main powerful person of the state, he formed various issues according to his own mind, but he was not very sympathetic towards the family of former President Bangabandhu.



🌟 General Zia's harshness towards Bangabandhu's family ✒ 




* No case was filed in the police station after the assassination of Bangabandhu, so General Zia was blamed for not filing a case.




* The present Prime Minister. When Dr. Sheikh Hasina and her sister Sheikh Rehana were abroad at that time, General Zia did not take any proper facilities for them through the embassy.




* Even after returning Dr. Sheikh Hasina to Bangladesh, President Zia did not allow her to enter Bangabandhu's house in Dhanmondi.




* And General Zia protected the assassins of Bangabandhu.




🌟 General Zia is blamed even after so many years of Bangabandhu's death for the above mentioned reasons. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 




🌟 বঙ্গবন্ধুকে হত্যার সময় জেনারেল জিয়া নিজে উপস্থিত ছিলেন না - কিন্তু হত্যাকাণ্ডের পরে তিনি বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সহানুভূতিশীলও ছিলেন না।


🌟 হত্যাকাণ্ডের রাতে ✒


যে রাতে মেজর ফারুক - রশিদরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো , সে রাতে জেনারেল জিয়া নিজের বাসভবনেই ছিলেন।


তাই ঐতিহাসিকভাবেই বলতে হচ্ছে যে , বঙ্গবন্ধুকে হত্যা করেন নি জেনারেল জিয়া।


🌟 হত্যাকাণ্ডের পরে ✒


হত্যাকাণ্ডের পরে খন্দকার মোশতাকের দ্বারা জেনারেল জিয়া সেনাপ্রধান নিয়োজিত হয়েছিলেন - তবে ক্ষমতা ছিলো কিন্তু ফারুক আর রশিদদের কাছেই।


🌟 ক্ষমতা প্রাপ্তির পরে ✒


3 নভেম্বর আর 7 নভেম্বরের বিদ্রোহের পরে জেনারেল জিয়া সম্পূর্ণভাবে ক্ষমতা পেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রের প্রধান ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তিনি বিভিন্ন বিষয় নিজের মনের মতো গঠন করলেও সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর পরিবারের প্রতি তেমন সহানুভূতিশীল ছিলেন না।


🌟 বঙ্গবন্ধুর পরিবারের প্রতি জেনারেল জিয়ার কঠোরতা ✒


* বঙ্গবন্ধুর হত্যার পরে থানায় কোন মামলা নেয়া হয় নি , তাই জেনারেল জিয়াকে মামলা না নেয়ার কারণে দায়ী করা হয়।


* বর্তমান প্রধানমন্ত্রী ড. শেখ হাসিনা ও তিনির বোন শেখ রেহানা সেই সময়ে বিদেশে অবস্হান করার সময় দূতাবাসের মাধ্যমে তিনিদের বিষয়ে জেনারেল জিয়া তেমন কোন সুষ্ঠু ব্যবস্থা নেননি।


* এমনকি ড. শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরে তিনিকে প্রেসিডেন্ট জিয়া ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করার অনুমতি দেননি।


* এবং অত্যন্ত কৌশল ও ধূর্ততার মাধ্যমে জেনারেল জিয়া রক্ষা করেছিলেন বঙ্গবন্ধুর খুনিদেরকে।


🌟 মূলতঃ উল্লিখিত কারণেই বঙ্গবন্ধুর মৃত্যুর এতো বছর পরেও জেনারেল জিয়াকে দায়ী করা হয়। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒