291) কর্নেল ফারুকের ষড়যন্ত্র ও জেনারেল জিয়ার নিরবতা (The conspiracy of Colonel Farooq and the silence of General Zia)। - Written by Junayed Ashrafur Rahman ✒
291 https://v.gd/UrHRf7 ) কর্নেল ফারুকের ষড়যন্ত্র ও জেনারেল জিয়ার নিরবতা (The conspiracy of Colonel Farooq and the silence of General Zia)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒
🌟 General Zia was aware of the plans and conspiracies of Colonel Farooq and Major Rashid to assassinate Bangabandhu but remained silent.
🌟 Plan ✒
It is historically true that, Colonel Farooq was the mastermind behind the assassination of Bangabandhu.
🌟 Conspiracy ✒
Major Rashid and other officers assisted Colonel Farooq in carrying out conspiracy.
🌟 Informing General Zia ✒
When one of the conspirators informed General Zia about it, he simply said, "Go ahead."
🌟 General Zia's limitations ✒
As a historian, I think if General Zia had reprimanded the conspirator and stopped him from conspiring, then General Zia would have been killed before Bangabandhu.
Because, even though General Zia was a senior officer at that time, he was almost a lonely person.
But Farooq-Rashid was very powerful officers.
🌟 Could have stopped indirectly ✒
Although not directly, General Zia could have secretly, tactically and indirectly stopped Farooq-Rashid through other patriotic army officers.
But General Zia did not stop indirectly.
This is the main reason why General Zia is still accused of being involved in a conspiracy to assassinate Bangabandhu. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
🌟 বঙ্গবন্ধুকে হত্যার বিষয়ে কর্নেল ফারুক আর মেজর রশিদদের পরিকল্পনা ও ষড়যন্ত্রের ব্যাপারে জেনারেল জিয়া কিছুটা উপলব্ধি করলেও নীরব ছিলেন।
🌟 পরিকল্পনা ✒
ঐতিহাসিকভাবেই সত্য যে , বঙ্গবন্ধুকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলো কর্নেল ফারুক।
🌟 ষড়যন্ত্র ✒
কর্নেল ফারুকের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে সহযোগিতা করেছিলো মেজর রশিদ ও অন্যান্য অফিসাররা।
🌟 জেনারেল জিয়াকে অবহিত করা ✒
ষড়যন্ত্রকারীদের একজন জেনারেল জিয়াকে উক্ত বিষয়ে অবহিত করলে , তিনি শুধু বলেছিলেন ,"গো এহেড (এগিয়ে চলো)।"
🌟 জেনারেল জিয়ার সীমাবদ্ধতা ✒
একজন ঐতিহাসিক হিসেবে আমার মনে হয় , সেই ষড়যন্ত্রকারীকে জেনারেল জিয়া যদি ধমক দিয়ে ষড়যন্ত্র থেকে বিরত করতেন , তাহলে জেনারেল জিয়াকেই বঙ্গবন্ধুর আগে হত্যা করা হতো।
কেননা , সেই সময়ে জেনারেল জিয়া সিনিয়র অফিসার হলেও , তিনি ছিলেন প্রায় নিঃসঙ্গ একাকী ব্যক্তি।
কিন্তু ফারুক - রশিদরা ছিলো অত্যন্ত ক্ষমতাশালী অফিসার।
🌟 পরোক্ষভাবে বিরত করতে পারতেন ✒
সরাসরি না হলেও , জেনারেল জিয়া গোপনে এবং কৌশলে অন্যান্য দেশপ্রেমিক সেনা অফিসারদের মাধ্যমে পরোক্ষভাবে (ইনডাইরেক্টলি) ফারুক - রশিদদেরকে বিরত করতে পারতেন।
কিন্তু জেনারেল জিয়া পরোক্ষভাবেও বিরত না করে নীরব থেকেছিলেন।
মূলতঃ এই কারণেই , বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বর্তমানেও জেনারেল জিয়াকে অভিযুক্ত করা হয়। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment