319) 5 জানুয়ারির নির্বাচন (January 5 election.) ।- Written by Junayed Ashrafur Rahman ✒

 319 https://v.gd/BM0Z3Z ) 5 জানুয়ারির নির্বাচন (January 5 election.)।- Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


#Politics #History #experience #welfare #Bangladesh 



 🌟 The January 5, 2014 elections were basically an extreme struggle for the Awami League to stay in power and for the BNP to regain power.


 🌟 As was the January 5 election ✒ 


 The caretaker government was abolished in 2011 by amending the constitution.


 Therefore, the main opposition party BNP did not participate in the 2014 elections, so the Jatiya Party and other parties participated in the elections along with the Awami League. Due to the BNP's non-participation in the elections, many people were elected unopposed in more than 150 seats.


 🌟 Extreme movement of BNP ✒ 


 Although the BNP did not participate in the election, the BNP leaders and workers made their own extreme movement.


 The BNP has been active since the abolition of the caretaker government in 2011. But in the 2014 elections, the BNP was in extreme agitation.


 Because, until 2011, the BNP was almost certain that they would form the next government.


 But after the abolition of the caretaker government, it was certain that the Awami League would form the government again next time.


 That is why the BNP leaders and workers went to movement to cancel the January 5, 2014 elections.


 Even at that time Madam Khaleda Zia said, "The name of Gopalganj will be changed ....."


 Originally, at that time BNP chairperson Madam Khaleda Zia, Mr. Mirza Fakhrul, Salauddin, Mirza Abbas, Rizvi, Sohail, Barrister Rafiq, Mosharraf Hossain, Mr. Dudu and other leaders and activists of Bangladesh were on the front line of the extreme movement. In a word, it is a do-or-die situation.


 🌟 Formation of new government of Awami League ✒ 


 After the January 5 elections, the Awami League was more concerned with forming a new government than resisting the BNP movement.


 Among the new ministers, the appointment of Advocate Asaduzzaman Khan Kamal as Home Minister was one of the changes.


 Syed Ashraful Islam, the then general secretary of the Awami League, said, "There is no more opportunity for foreigners to play in Bangladesh."


 The then Food Minister Advocate Mr. Kamrul Islam was a vocal leader against Madam Khaleda Zia and Tariq Zia.


 The Awami League was busy resisting the BNP through the formation of a new government and negotiations rather than directly resisting the BNP on the streets.


 🌟 Dr. Sheikh Hasina at that time ✒ 


 Awami League came to power again in 2014. Because of Sheikh Hasina's single decision and determination.


 She did so without anyone's persuasion or persuasion.


 As a historian, I think if she had relinquished power or canceled the election, no one would have stopped her.


 As a Prime Minister, she was as much on the front line as she was supposed to be.


 In fact, at that time Dr. Sheikh Hasina took charge of her government and party as Frontline Prime Minister.



 🌟 At that time Madam Khaleda Zia ✒ 


 As Leader of the Opposition, Madam Khaleda Zia was on the front line.


 On the one side, Sheikh Hasina as the Prime Minister was on the front line - Madam Khaleda Zia was also on the front line as the Leader of the Opposition.


 Dr. Sheikh Hasina was active in determination for the government and the Awami League, so was Madam Khaleda Zia steadfast in her non-compromise.


 In fact, the extreme battle between the current and former prime ministers was due to the January 5, 2014 elections.


 As the historian I think, if someone other than Madam Khaleda Zia had been the chairperson of the BNP at that time, the BNP would not have been so active.


 🌟 Tareq Zia at that time ✒ 


 Although Tareq Zia was in London at the time, he used to give various instructions through the internet.


 Originally, Tarique Zia was the second in command of the BNP at that time. That is, the highest second leader.


 And Mr. Salahuddin of Chakoria in Cox's Bazar used to inspire the BNP by hiding his position on the internet in the style of Tariq Zia.


 🌟 The role of Mr. Ershad at that time ✒ 


 Although Jatiya Party participated in the election, Mr. Ershad's role at that time was very neutral.


 He was neither for Awami League nor against BNP.


 As the historian, I think Mr. Ershad was waiting at that time for the end result of the extreme movement.


 In other words, Mr. Ershad was waiting for the Awami League or the BNP to support whichever party wins in the ultimate struggle to stay in power and regain power.


 In fact, the battle between the two prime ministers was so extreme that even former military ruler Ershad had to maintain a lot of silence.



 🌟 At that time I (Junayed Ashrafur Rahman) ✒ 


 At that time I was a master's examinee in Bengali literature from Anandamohan College in Mymensingh.


 We didn't have many classes at that time because of the end of the course of masters class.


 So at that time, I was preparing for the exam at home and watching and listening to my parents, the garden of the village house and the fish of pond.


 My parents loved the food I cooked. So I often cooked and fed my parents fish, meat, noodles, biryani, khichuri etc.


 I opened my account at Facebook https://www.facebook.com/junayedmn1 in September 2013.


 I opened an account on Facebook to express my knowledge, thoughts and experiences in political science, sociology, theology, philosophy, history, literature, etc., mainly for human welfare.


 But I had no desire or plan to write specifically about Bangladesh.


 And passing the Masters at that time was one of my main plans.


 I was not associated with any political party in Bangladesh.


 So it was not important for me to stay in power of Awami League or BNP movement.


 Not only me, but the situation of the nonpolitical people of Bangladesh at that time was very much like mine. That is, to be neutral in one's work.


 But I used to watch the news on the internet and on television.


 And I was busy reading and listening as well as writing on various topics. Basically this was my work at the time.


 🌟 Seven years later (2014 - 2021) ✒ 


 Seven years have passed. I passed the Masters and joined the employment under the direction of my father, I passed the LLB while I was working, my father passed away on May 23, 2018, my mother passed away on December 20, 2020, Awami League formed the government again in 2018, Mr. Syed Ashraf and many others passed away, Mr. Obaidul Quader became the general secretary of Awami League again, there were more reshuffles in the cabinet, Madam Khaleda Zia was jailed, she was released on bail, the epidemic of corona virus started ..... . 


 But I am that neutral normal people. However, as a political scientist, sociologist, philosopher and historian, I am compelled to write in the context of my own conscience, for the future political and human welfare, as well as in the context of Bangladesh.


 🌟 The political future of Bangladesh ✒ 


 How many more years the Awami League will be in power, There is no definite answer as to how many years Dr. Sheikh Hasina will be the Prime Minister, whether Madam Khaleda Zia will be the Prime Minister again, whether the impact of the January 5, 2014 elections will remain active for many more years to come.


 It is entirely a matter of the future. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


🌟 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ছিল মূলতঃ আওয়ামীলীগের ক্ষমতায় টিকে থাকা ও বিএনপির আবার ক্ষমতা গ্রহণের চরম লড়াই।


🌟 যেমন ছিল 5 জানুয়ারির নির্বাচন ✒


2011 সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। 


তাই 2014 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামীলীগের সঙ্গে জাতীয় পার্টি ও অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার কারণে 150 এর চেয়েও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক ব্যক্তি এমপি নির্বাচিত হয়েছিলেন।


🌟 বিএনপির চরম আন্দোলন ✒


নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও নিজের চরম আন্দোলন করেছিলেন বিএনপির নেতা - কর্মীরা।


2011 সালে তত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির পর থেকেই বিএনপি সক্রিয় হয়েছিল। কিন্তু 2014 সালের নির্বাচনে বিএনপি ছিল চরম আন্দোলনে।


কেননা , 2011 সাল পর্যন্ত বিএনপি প্রায় নিশ্চিত ছিল যে , তিনিরাই পরবর্তী সরকার গঠন করবেন।


কিন্তু তত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পরে এটা নিশ্চিত হচ্ছিল যে , পরের বার আবার আওয়ামীলীগই সরকার গঠন করতে চলেছে। 


তাই বিএনপির নেতা - কর্মীরা 2014 সালে 5 জানুয়ারির নির্বাচনকে বাতিল করার জন্যে একেবারে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন। 


এমনকি সেই সময়ে মেডাম খালেদা জিয়া বলেছিলেন , "গোপালগঞ্জের নাম বদলে ফেলা হবে .....।" 


মূলতঃ সেই সময়ে বিএনপির চেয়ারপার্সন মেডাম খালেদা জিয়া থেকে শুরু করে মির্জা ফখরুল , সালাউদ্দিন , মির্জা আব্বাস , রিজভী , সোহেল , ব্যারিস্টার রফিক , মোশাররফ হোসেন , দুদু সাহেবসহ বাংলাদেশের বিভিন্ন স্হানের নেতা - কর্মীরা ছিলেন চরম আন্দোলনের ফ্রন্টলাইনে। যাকে এক কথায় বললে বলতে হয় ডো অর ডাই (মরো অথবা মারো) পর্যায়ের অবস্হা। 


🌟 আওয়ামীলীগের নতুন সরকার গঠন ✒ 


5 জানুয়ারির নির্বাচনের পরে বিএনপির আন্দোলন প্রতিহত করার চেয়ে বরং নতুন সরকার গঠনেই বেশি ব্যস্ত ছিল আওয়ামীলীগ। 


নতুন মন্ত্রীদের মধ্যে এ্যাডভোকেট আসাদুজ্জামান খান কামাল সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ ছিল অন্যতম পরিবর্তন। 


আওয়ামীলীগের সেই সময়ের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন , " বাংলাদেশে বিদেশিদের খেলা - মেলার আর সুযোগ নাই। " এমনকি সেই সময়ের নির্বাচন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতার কারণে তিনিকে সৈয়দ আশরাফ বলেছিলেন , কাজের বেটি মর্জিনা। 


সেই সময়ের খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল সাহেব ছিলেন মেডাম খালেদা জিয়া আর তারেক জিয়ার বিরুদ্ধে সোচ্চার নেতা। 


মূলতঃ সরাসরি রাজপথে বিএনপিকে প্রতিহত করার চেয়ে বরং নতুন সরকার গঠন এবং আলোচনার মাধ্যমেই বিএনপিকে প্রতিহত করার জন্যে ব্যস্ত ছিল আওয়ামীলীগ। 


🌟 সেই সময়ে ড. শেখ হাসিনা ✒ 


2014 সালে পুনরায় আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল মূলতঃ ড. শেখ হাসিনার একক সিদ্ধান্ত আর দৃঢ়তার কারণেই। 


এমনকি কারোর প্ররোচনা অথবা তাগাদা ছাড়াই তিনি ঐ রকম তৎপর হয়েছিলেন। 


একজন ঐতিহাসিক হিসেবে আমার মনে হয় , তিনি যদি ক্ষমতা ত্যাগ করতেন অথবা নির্বাচন বাতিল করতেন , তবে কেউই হয়ত তিনিকে বাঁধা দিতেন না। 


একজন প্রধানমন্ত্রী হিসেবে যতটুকু ফ্রন্টলাইনে (সম্মুখ সমরে) থাকার কথা - ঠিক ততটুকুই তিনি ছিলেন। 


প্রকৃতপক্ষে সেই সময়ে ড. শেখ হাসিনা ফ্রন্টলাইন প্রাইম মিনিস্টার হিসেবে নিজের সরকার ও দলকে সামলে নিয়েছিলেন। 



🌟 সেই সময়ে মেডাম খালেদা জিয়া ✒ 


বিরোধী দলীয় নেতা হিসেবে মেডাম খালেদা জিয়াও ছিলেন ফ্রন্টলাইনে (সম্মুখ সমরে)। 


একদিকে প্রধানমন্ত্রী হিসেবে ড. শেখ হাসিনা যেমন ছিলেন সম্মুখ সমরে - বিরোধী দলীয় নেতা হিসেবেও মেডাম খালেদা জিয়া ছিলেন সম্মুখ সমরে। 


ড. শেখ হাসিনার দৃঢ়তায় যেমন গভমেন্ট ও আওয়ামীলীগ ছিল অবিচল - ঠিক তেমনি মেডাম খালেদা জিয়াও ছিলেন নিজের আপোষহীনতায় অনড়। 


প্রকৃতপক্ষে , 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের কারণে বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর চরম লড়াইটা তখন হয়েছিল। 


একজন ঐতিহাসিক হিসেবে আমার মনে হয় , মেডাম খালেদা জিয়া ছাড়া সেই সময়ে অন্য কেউ যদি বিএনপির চেয়ারপার্সন থাকতেন , তবে বিএনপি ততটুকু সক্রিয় হতে পারত না। 


🌟 সেই সময়ে তারেক জিয়া ✒ 


সেই সময়ে তারেক জিয়া লন্ডনে অবস্থান করলেও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন। 


মূলতঃ সেই সময়ে তারেক জিয়া ছিলেন বিএনপির সেকেন্ড ইন কমান্ড। অর্থাৎ , সর্বোচ্চ দ্বিতীয় নেতা । 


এবং তারেক জিয়ার স্টাইলে ইন্টারনেটে নিজের অবস্হান গোপন করে বিএনপিকে উদ্বুদ্ধ করতেন কক্সবাজারের চকোরিয়ার সালাউদ্দিন সাহেব। 


🌟 সেই সময়ে এরশাদ সাহেবের ভূমিকা ✒ 


নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও সেই সময়ে এরশাদ সাহেবের ভূমিকা ছিল অনেকটা নিরপেক্ষ। 


তিনি আওয়ামীলীগের পক্ষেও ছিলেন না - আবার বিএনপির বিরুদ্ধেও ছিলেন না। 


একজন ঐতিহাসিক হিসেবে আমার মনে হয় , এরশাদ সাহেব সেই সময়ে অপেক্ষায় ছিলেন চরম আন্দোলনের শেষ পরিণতির জন্য। 


অর্থাৎ , ক্ষমতায় টিকে থাকা এবং পুনরায় ক্ষমতা অর্জন করার চরম লড়াইয়ে আওয়ামীলীগ অথবা বিএনপি , যে দলই বিজয়ী হবে , তাকেই সমর্থন করবেন এরশাদ সাহেব - এমন অপেক্ষাতেই ছিলেন। 


প্রকৃতপক্ষে , দুই প্রধানমন্ত্রীর লড়াই এত চরম পর্যায়ে ছিল যে , সাবেক সামরিক শাসক এরশাদ সাহেবকেও অনেকটা নিরবতা অবলম্বন করতে হয়েছিল। 



🌟 সেই সময়ে আমি (Junayed Ashrafur Rahman) ✒ 


সেই সময়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে আমি বাংলা সাহিত্যের মাস্টার্স পরীক্ষার্থী ছিলাম। 


মাস্টার্স ক্লাসের কোর্স শেষ হওয়ার কারণে আমাদের সেই সময়ে তেমন ক্লাস হত না। 


তাই সেই সময়টাতে আমি বাড়িতে অবস্হান করেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম আর বাবা - মা , গ্রামের বাড়ির গাছের বাগান ও মাছের দেখা - শোনা করতাম। 


আমার হাতে রান্না করা খাবার বাবা - মায় খুবই পছন্দ করতেন। তাই প্রায়ই বাবা - মাকে মাছ , মাংস , নুডুলস , বিরিয়ানি , খিচুড়ি প্রভৃতি রান্না করে খাওয়াতাম। 


ফেসবুকে আমার একাউন্ট https://www.facebook.com/junayedmn1 চালু করেছিলাম 2013 সালের সেপ্টেম্বরে। 


মূলতঃ মানব কল্যাণের জন্যে রাষ্ট্রবিজ্ঞান , সমাজবিজ্ঞান , ধর্মতত্ত্ব , দর্শন , ইতিহাস , সাহিত্য প্রভৃতি বিষয়ে নিজের জ্ঞান , চিন্তাধারা ও অভিজ্ঞতা প্রকাশের জন্যেই আমি ফেসবুকে একাউন্ট ওপেন করেছিলাম। 


কিন্তু নির্দিষ্ট করে বাংলাদেশ প্রসঙ্গে লিখার কোন ইচ্ছা অথবা পরিকল্পনাও আমার ছিল না। 


এবং সেই সময়ে মাস্টার্স পাশ করা ছিল আমার অন্যতম প্রধান পরিকল্পনা। 


বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম না। 


তাই বিএনপির আন্দোলন অথবা আওয়ামীলীগের ক্ষমতায় টিকে থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। 


শুধু আমি নই , বরং সেই সময়ে বাংলাদেশের অরাজনৈতিক জনসাধারণের অবস্হা ছিল অনেকটা আমার মতই। অর্থাৎ , নিরপেক্ষ থেকে নিজের কাজে ব্যস্ত থাকা। 


কিন্তু ইন্টারনেটে এবং টেলিভিশনে সংবাদ দেখতাম। 


এবং ব্যস্ততা আর পড়া - শোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতাম। মূলতঃ এই পর্যন্তই ছিল সেই সময়ে আমার কাজ। 


🌟 সাত বছর পরে (2014 - 2021) ✒ 


দেখতে সাতটা বছর পেরিয়ে গেল। আমি মাস্টার্স পাশ করে আব্বার নির্দেশে চাকরিতে যোগ দিলাম , চাকরিতে থাকা অবস্হায় এলএলবি পাশ করলাম , আব্বা ইন্তেকাল করলেন 2018 সালের 23 মে , আম্মা ইন্তেকাল করলেন 2020 সালের 20 ডিসেম্বর , 2018 সালে আওয়ামীলীগ আবার সরকার গঠন করল , সৈয়দ আশরাফ সাহেবসহ আরও অনেকেই ইন্তেকাল করলেন , ওবায়দুল কাদের সাহেব আবার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হলেন , মন্ত্রী পরিষদে আরও রদবদল হল , মেডাম খালেদা জিয়ার জেল হল , তিনি জামিনে এলেন , করোনা ভাইরাসের মহামারি শুরু হল .....। 


কিন্তু আমি সেই নিরপেক্ষ সাধারণ জনগণই আছি। তবে , একজন রাষ্ট্রবিজ্ঞানী , সমাজবিজ্ঞানী , দার্শনিক ও ঐতিহাসিক হিসেবে নিজের বিবেকের তাড়নায় , ভবিষ্যতের রাজনৈতিক ও মানব কল্যাণের জন্যে বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্দিষ্টভাবে বাংলাদেশ প্রসঙ্গেও লিখতে বাধ্য হচ্ছি। 


🌟 বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত ✒ 


ভবিষ্যতে আওয়ামীলীগ আরও কত বছর ক্ষমতায় থাকবে , ড. শেখ হাসিনা কত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন , মেডাম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা , আরও অনেক বছর পরে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের প্রভাব সক্রিয় থাকবে কিনা - প্রভৃতি বিষয়ের কোন সুনির্দিষ্ট উত্তর নাই। 


এটা সম্পূর্ণভাবে ভবিষ্যতের বিষয়। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 






Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒