322) ইসলামি দলকে বিএনপির সমর্থন (BNP's support to the Islamic party.) ।- Written by Junayed Ashrafur Rahman ✒

 322 https://v.gd/BM0Z3Z ) ইসলামি দলকে বিএনপির সমর্থন (BNP's support to the Islamic party.)।- Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


#Politics #History #experience #Bangladesh 


🌟 The BNP supports the Islamist party not to establish Islam but to increase its political influence and support.


 🌟 BNP's alliance with Islamic party ✒ 


 Jamaat-e-Islami formed an alliance with the BNP during General Zia's tenure. But then that alliance was not even established in the parliament and government system.


 🌟 Most friendly ✒


 In the 2001 elections, the BNP had the most alliance with a few other parties, including Jamaat-e-Islami.


 So the BNP, Jamaat-e-Islami and a few other parties formed the government.


 🌟 Madam Khaleda Zia and Islamic Party ✒ 


 Madam Khaleda Zia has held meetings with other parties including Jamaat-e-Islami for political reasons.


 But she never said that if she voted for his alliance, she would establish Islam in the country and turn Bangladesh into an Islamic state.


 Because, BNP's relationship with Islamic parties is only political.


 🌟 After 2001 ✒ 


 Although Jamaat-e-Islami and other parties increased their votes in favor of the BNP over the fatwa issue, the BNP did not establish Islam.


 Therefore, on the one-year anniversary of the coalition government in 2002, the late Maulana Muhiuddin Khan expressed his views in the Daily Inquilab and said that the hopes with which the coalition government was formed were not fulfilled.


 In fact, the BNP's relationship with Islamic parties is only political. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



🌟 ইসলাম কায়েমের জন্যে না - বরং নিজেদের রাজনৈতিক প্রভাব ও সমর্থন বৃদ্ধির জন্যেই ইসলামি দলকে বিএনপি সমর্থন করে।


🌟 ইসলামি দলের সঙ্গে বিএনপির সখ্যতা ✒


জেনারেল জিয়ার সময়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামির সখ্যতা হয়। কিন্তু তখন সেই সখ্যতা সংসদ ও সরকার ব্যবস্থা পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নি।


🌟 সবচেয়ে বেশি সখ্যতা ✒


2001 সালের নির্বাচনে জামায়াতে ইসলামিসহ আরো কয়েকটা দলের সঙ্গে বিএনপির সখ্যতা সবচেয়ে বেশি হয়েছিল।


তাই বিএনপি , জামায়াতে ইসলামি ও আরো কয়েকটা দল সরকার গঠন করেছিল।


🌟 মেডাম খালেদা জিয়া ও ইসলামিক দল ✒


মেডাম খালেদা জিয়া রাজনৈতিক কারণে জামায়াতে ইসলামিসহ অন্যান্য দলের সঙ্গে মিটিং - সমাবেশ করেছেন।


কিন্তু তিনি কখনই বলেন নি যে , তিনির জোটকে ভোট দিলে দেশে ইসলাম কায়েম করে বাংলাদেশকে ইসলামি রাষ্ট্রে পরিণত করবেন।


কেননা , ইসলামি দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক।


🌟 2001 সালের পরে ✒


ফতোয়ার ইস্যুকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও অন্যান্য দল বিএনপির পক্ষে ভোট বৃদ্ধি করলেও বিএনপি ইসলাম কায়েম করে নি।


তাই 2002 সালে জোট সরকারের এক বছর পূর্তিতে মরহুম মাওলানা মুহীউদ্দিন খান সাহেব দৈনিক ইনকিলাবে নিজের অভিমত প্রকাশ করে বলেছিলেন , যে আশা নিয়ে জোট সরকার গঠন করা হয়েছিল , সেটা তিনিদের পূর্ণ হয়নি .....।


🌟 প্রকৃতপক্ষে ইসলামিক দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক শুধু রাজনৈতিক। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒