323) বাংলাদেশে ইসলাম কায়েমে সমস্যা (Problems of establishing Islam in Bangladesh.)।- Written by Junayed Ashrafur Rahman ✒

 323 https://v.gd/BM0Z3Z ) বাংলাদেশে ইসলাম কায়েমে সমস্যা (Problems of establishing Islam in Bangladesh.)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


#Politics #society #History #humanity #experience #Bangladesh 


🌟 Although everyone has the right to establish Islam in the state, there are many problems in Bangladesh.


🌟 Disagreement of different Islamic groups ✒ 


 Despite the aim of establishing Islam, different parties are doing politics with their own ideology. Thus there is disunity among themselves.


 And the leaders of the Islamic parties are trying to establish Islam through politics by grouping after being educated from different education systems.


 1) Qaumi education ✒ 


 People who are educated in this education only form teams with people who are educated in their own education system.


 Usually do not include people educated in other disciplines.


 Khilafah Majlis, Nezame Islam, Islami Oikyajot , etc. are the Islamic parties of this sect.


 Ordinary groups of this genre are active in establishing Islam in clothing, beards, hats, etc.


 2) Group educated in general education ✒ 


 People educated in schools, colleges and universities are trying to establish Islam in the country through this style of politics.


 And the educated people in Alia Madrasa do politics with the educated people in general education due to the ideological conflict with the educated people in Qaumi education.


 Jamaat-e-Islami and Chhatra Shibir are the parties of this trend.


 This disunity is one of the reasons why Islam has not been established in Bangladesh.


 Islamic parties of this type are more active in establishing Islam in the state than in establishing Islam in private life.


 🌟 The majority disagrees ✒ 


 Bangladesh is a Muslim-majority country.


 But most Muslims do not agree with the establishment of Islam in Bangladesh.


 In other words, most Muslims do not want Islam to be established in the country.


 The aim of the majority Muslims in Bangladesh is to do Islamic work as much as possible in their personal lives under the rule of law and in their own ideology.


 Though the leaders of Awami League, BNP, Jatiya Party, Jasad, Basad and other parties are Muslims, they do not agree with the establishment of Islam in Bangladesh.


🌟 Dependence of Islamic parties ✒ 


 When the election came, the general Islamic parties participated in the election in alliance with other parties.


 For this reason, it is not possible to establish Islam in the state.


🌟 In fact, Bangladesh did not establish Islam as a state because of the Muslims themselves. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


🌟 রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের অধিকার সকলের থাকলেও বাংলাদেশে রয়েছে অনেক সমস্যা।


🌟 বিভিন্ন ইসলামি দলের অনৈক্য ✒


ইসলাম কায়েমের উদ্দেশ্য থাকলেও বিভিন্ন দল নিজেদের মতাদর্শ নিয়ে রাজনীতি করছে। এভাবেই নিজেদের মধ্যে অনৈক্যে আছে।


এবং ইসলামি দলগুলোর নেতারা বিভিন্ন শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে গ্রুপিং করে রাজনীতি করে ইসলাম কায়েম করতে চাচ্ছেন।


1) কওমি শিক্ষা ✒


এই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা শুধু নিজেদের শিক্ষা ব্যবস্থা়য় শিক্ষিত ব্যক্তিদেরকে নিয়েই দল গঠন করেন।


সাধারণত অন্যান্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে দলে অন্তর্ভুক্ত করেন না।


খেলাফত মজলিস , নেজামে ইসলাম , ইসলামি ঐক্যজোট প্রভৃতি দল হচ্ছে এই ধারার ইসলামি দল। 


সাধারণ এই ধারার দলগুলো পোশাক - পরিচ্ছদ , দাড়ি , টুপি প্রভৃতিতে ইসলাম কায়েমে তৎপরতা প্রদর্শন করেন। 


2) সাধারণ শিক্ষায় শিক্ষিত দল ✒


স্কুল , কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা এই ধারার রাজনীতি করে দেশে ইসলাম কায়েম করতে চাচ্ছেন।


আর আলিয়া মাদ্রাসায় শিক্ষিত ব্যক্তিগণ কওমি শিক্ষায় শিক্ষিতদের সঙ্গে আদর্শগত দ্বন্দ্বের কারণে সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে রাজনীতি করেন।


জামায়াতে ইসলামি ও ছাত্র শিবির হচ্ছে এই ধারার দল।


বাংলাদেশে ইসলাম কায়েম না হওয়ার এই অনৈক্য হচ্ছে অন্যতম কারণ। 


এই ধারার ইসলামি দলগুলো ব্যক্তিগত জীবনে ইসলাম কায়েমের চেয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমে বেশি তৎপর। 


🌟 সংখ্যা গরিষ্ঠের অসম্মতি ✒ 


বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। 


কিন্তু অধিকাংশ মুসলমানই বাংলাশে ইসলাম কায়েমের জন্যে অসম্মত। 


অর্থাৎ , বেশির ভাগ মুসলমানই চাচ্ছেন না দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হউক। 


নিজেদের ব্যক্তিগত জীবনে সাধ্যমত ইসলামি কাজ করে রাষ্ট্রীয়ভাবে সাধারণ আইনের অধীনে এবং নিজেদের আদর্শে রাজনীতি করা বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের উদ্দেশ্য। 


আওয়ামীলীগ , বিএনপি , জাতীয় পার্টি , জাসদ , বাসদসহ অন্যান্য দলের নেতাগণ মুসলমান হলেও বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের বিষয়ে অসম্মত। 


🌟 ইসলামি দলগুলোর পরনির্ভরতা ✒ 


নির্বাচন এলে সাধারণ ইসলামি দলগুলো অন্যান্য দলগুলোর সঙ্গে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করে। 


এই কারণেও রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম সম্ভব হয় না। 



🌟 প্রকৃতপক্ষে , বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয় না মুসলমানদের নিজেদের কারণেই। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒