331) Destroyer. (নাশকতাকারী।) - Written by Junayed Ashrafur Rahman ✒
331 https://v.gd/BM0Z3Z ) Destroyer. (নাশকতাকারী।)- Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒
"In 2012-13, BNP activists were branded as destroyers."
#Politics #History #law #experience #welfare #Bangladesh
🌟 The beginning of sabotage ✒
In 2011-12, the BNP failed to besiege Dhaka and started a fierce movement across the country.
In that continuity, the BNP leaders and workers started a movement through fire all over the country.
Many people were killed.
Those who did such things were called destroyers.
🌟 Political Frontline ✒
The BNP then went to the frontline and carried out that movement.
No other party except BNP led that movement.
That is why Madam Khaleda Zia was also accused in the case of arson in Comilla.
🌟 Two movements of two periods ✒
During the BNP-led coalition government from 2004 to 2006, JMB, led by Bangla Bhai https://is.gd/Uo8ax and Bura Huzur (Old Teacher) https://is.gd/Uifgf , was involved in militia activities across the country.
But in 2012, BNP leaders and workers did such horrible things all over the country on political issues.
🌟 Historical issues ✒
The events of that time were the time for the BNP to save democracy.
The time of fire terror to Awami League.
And to me that time was one of the most significant in the political history of Bangladesh.
🌟 At that time I (January Ashrafur Rahman) ✒
At that time I was staying at home as the fourth year class course was over. And sometimes I would go to college. However, when the situation in the country was more serious, I did not go to college. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
"2012-13 সালে বিএনপির আন্দোলনকারীরা নাশকতাকারী হিসেবে অভিহিত হয়েছিল।"
🌟 নাশকতার সূচনা ✒
2011-12 সালে বিএনপি ঢাকা ঘেরাও করে সফল না হতে পেরে সারাদেশে কঠোর আন্দোলন শুরু করে।
সেই ধারাবাহিকতায় বিএনপির নেতা - কর্মীগণ সারাদেশে আগুনের মাধ্যমে আন্দোলন করেছিলেন।
তাতে অনেক মানুষ নিহত হয়েছিলেন।
যারা ঐ রকম কাজ করেছিল , তাদেরকেই নাশকতাকারী বলা হত।
🌟 রাজনৈতিক ফ্রন্টলাইন ✒
বিএনপি তখন ফ্রন্টলাইনে গিয়েই ঐ আন্দোলন করেছিল।
বিএনপি ছাড়া অন্য কোন দল ঐ আন্দোলনে নেতৃত্ব দেয় নি।
এই কারণেই কুমিল্লায় আগুন দিয়ে মানুষ হত্যার মামলায় মেডাম খালেদা জিয়াকেও আসামি করা হয়েছিল।
🌟 দুই সময়ের দুই রকম আন্দোলন ✒
2004 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বাংলা ভাই https://is.gd/Uo8ax আর বুড়া হুজুরের https://is.gd/Uifgf নেতৃত্বে জেএমবি সারাদেশে মিলিশিয়া অপতৎপরতায় লিপ্ত ছিল।
কিন্তু 2012 সালে বিএনপির নেতা - কর্মীগণ রাজনৈতিক ইস্যুতে সারাদেশে ঐ রকম ভয়াবহ কাজ করেছিল।
🌟 ঐতিহাসিক বিষয় ✒
ঐ সময়ের ঘটনাগুলো বিএনপির কাছে গণতন্ত্র উদ্ধারের সময়।
আওয়ামী লীগের কাছে আগুন সন্ত্রাসের সময়।
এবং আমার কাছে ঐ সময়টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য সময়।
🌟 সেই সময়ে আমি (January Ashrafur Rahman) ✒
তখন ফোর্থ ইয়ারের ক্লাসের কোর্স শেষ হওয়ার কারণে বাড়িতেই আমি থাকতাম। আর মাঝে মাঝে কলেজে যেতাম। তবে , দেশের অবস্থা যখন বেশি গুরুতর ছিল , তখন কলেজেও আর যাইনি। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment