404) Coronavirus and age of employment. (করোনাভাইরাস ও চাকরির বয়স।) - Written by Junayed Ashrafur Rahman ✒️

 404 https://parg.co/bOIX ) Coronavirus and age of employment. (করোনাভাইরাস ও চাকরির বয়স।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒️


 "Increase the age of employment due to the outbreak of corona virus."


#Wisdom #Humanity #Education #Employment 


 For those whose employment and registration tests have been suspended due to the coronavirus outbreak, the time should be linked to their age.


 Since 2020, employment tests have been postponed due to the corona virus, but the age is just passing.


 For this reason, no one is to blame, but everyone is a victim of the situation.


 Postponement of tests and increasing age, both due to coronavirus outbreak. So the time that has been postponed, if it is associated with age, then the appropriate decision has to be made.


 🌟 For example: - The 17th teacher registration form was filled in February 2020, and the examination was to be held in May.


 But due to the outbreak of corona virus, that test is still not being done (April 2021).


 In other words, one year and two months have passed and the age of each examinee has increased.


 But if there was no outbreak of corona virus, the 19th registration would have been done.


 This is happening in all other tests.


 🌟 So as long as the test is suspended, the time should be associated with age.


 For example: - December 2020, a person was 30 years old. Therefore, due to the outbreak of Corona virus, his working age should be 31 years and 2 months.


 Only then will the educated be able to overcome the damage caused by the corona virus. © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 



"করোনা ভাইরাসের প্রকোপের কারণে চাকরির বয়স বৃদ্ধি করা হউক।"


করোনা ভাইরাসের প্রকোপের কারণে যাদের চাকরি ও নিবন্ধন পরীক্ষা স্থগিত আছে, সেই সময়টা তাদের বয়সের সঙ্গে যুক্ত করা হউক।


২০২০ সাল থেকে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন চাকরির পরীক্ষা স্থগিত আছে, কিন্তু বয়স ঠিকই পার হচ্ছে।


এই কারণে কেউই কিন্তু দোষী না, বরং সকলেই পরিস্থিতির শিকার।


পরীক্ষা স্থগিত করা এবং বয়স বৃদ্ধি হওয়া, দুটোই হয়েছে করোনা ভাইরাসের প্রকোপের কারণে। তাই যে সময়টুকু স্থগিত আছে, সেটা বয়সের সঙ্গে যুক্ত করলে হবে যথাযথ সিদ্ধান্ত।


🌟 যেমন :- ১৭ তম শিক্ষক নিবন্ধনের ফর্ম ফিলাপ হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে, আর পরীক্ষা হওয়ার ছিল মে মাসে।


কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারণে এখনও (এপ্রিল ২০২১) সেই পরীক্ষা হচ্ছে না।


অর্থাৎ এক বছর দুই মাস পেরিয়ে গেছে এবং প্রত্যেক পরীক্ষার্থীর ঐ বয়সটুকু বেড়েছে।


অথচ করোনা ভাইরাসের প্রকোপ না থাকলে ১৯ তম নিবন্ধন হতো।


এমনটা অন্যান্য সকল পরীক্ষার ক্ষেত্রেই হচ্ছ। 


🌟 তাই যত সময় পরীক্ষা স্থগিত থাকবে, তত সময় যেন বয়সের সঙ্গে যুক্ত করা হয়।


যেমন :- ডিসেম্বর ২০২০ একজনের বয়স ছিল ৩০ বছর। তাই করোনা ভাইরাসের প্রকোপের কারণে তিনির চাকরির বয়স করা হউক ৩১ বছর ২ মাস। 


তাহলেই করোনা ভাইরাসের ক্ষতি থেকে শিক্ষিতদের উত্তরণের উপায় হবে। © All Right Reserved Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW 



Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒