443) Fortune of General Zia. (জেনারেল জিয়ার সৌভাগ্য।) - Written by Junayed Ashrafur Rahman ✒
443 https://parg.co/bOIX ) Fortune of General Zia. (জেনারেল জিয়ার সৌভাগ্য।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
https://youtu.be/Z8fpGD2GtHE?si=T7PZSc_t5mabnDWC 🌟 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0QaVYCBsPR82bTghP9D9zC133VGGiTg61Uxytx55kNcAeajVYuQqyZ7oe7vdwhcMrl&id=100006632498355&mibextid=Nif5oz
"General Zia was extremely fortunate in all situations."
#Bangladesh #Politics #History
🌟 Location in Chittagong during the war of liberation ✒
General Zia was in Chittagong during the war of liberation. That is why he was taken to Kalurghat radio station to read the declaration of independence.
If he had not been in Chittagong then, he would not have been able to read the manifesto.
🌟 Bangabandhu's affection ✒
Yes. General Zia was also fortunate to receive Bangabandhu's affection.
At that time, General Zia received much better affection than General Usmani, General Shafiullah and other army officers.
As a result, General Zia was respected by other army officers.
🌟 Appointment of Army Chief ✒
After the assassination of Bangabandhu, the appointment of General Zia as the Chief of Army Staff was an unexpected event in the internal strife of the army. That being said, it was one of General Zia's good fortune.
🌟 Addition to power ✒
General Zia was captured by the followers of General Khaled through the November 3 mutiny.
On November 7, there was a counter-insurgency led by Colonel Taher and Major Jalil.
And General Zia was added to power by assassinating General Khaled.
Through this, General Zia introduced military rule in the country.
🌟 From Chief of Army Staff to Head of State ✒
He later became the head of state from the army chief to the highest authority in the state.
✨ General Zia can be called fortunate because of so many incidents. © All Right Reserved Junayed Ashrafur Rahman
"সর্বদিক বিবেচনায় জেনারেল জিয়া ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি।"
🌟 মুক্তিযুদ্ধে চট্টগ্রামে অবস্থান ✒
মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়া চট্টগ্রামে ছিলেন। এই কারণেই তিনিকে কালুরঘাট বেতার কেন্দ্রে নেওয়া হয়েছিলো স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার জন্য।
তিনি যদি তখন চট্টগ্রামে না থাকতেন, তবে ঘোষণাপত্র পাঠ করতে পারতেন না।
🌟 বঙ্গবন্ধুর স্নেহ ✒
হ্যাঁ। বঙ্গবন্ধুর স্নেহ প্রাপ্তিটাও ছিলো জেনারেল জিয়ার সৌভাগ্য।
তখন জেনারেল উসমানী, জেনারেল শফিউল্লাহ ও অন্যান্য সেনা অফিসারদের তুলনায় জেনারেল জিয়া বেশ ভালোই স্নেহ পেয়েছিলেন।
ফলে অন্যান্য সেনা অফিসারদের কাছে জেনারেল জিয়া সমীহ করার মতো ব্যক্তি ছিলেন।
🌟 সেনাপ্রধান নিয়োগ ✒
বঙ্গবন্ধুর হত্যার পরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে জেনারেল জিয়ার সেনাপ্রধান হিসেবে নিয়োগ ছিলো একটা অপ্রত্যাশিত ঘটনা। বলা চলে, এটা ছিলো জেনারেল জিয়ার অন্যতম সৌভাগ্য।
🌟 ক্ষমতায় সংযোজন ✒
তিন নভেম্বরের বিদ্রোহের মাধ্যমে জেনারেল খালেদের অনুসারীদের দ্বারা জেনারেল জিয়া বন্দী হয়েছিলেন ।
সাত নভেম্বরে কর্নেল তাহের আর মেজর জলিলের নেতৃত্বে পাল্টা বিদ্রোহ ঘটানো হয়েছিলো।
এবং জেনারেল খালেদকে হত্যা করে জেনারেল জিয়াকে ক্ষমতায় সংযোজন করা হয়েছিলো।
এর মাধ্যমেই জেনারেল জিয়া দেশে সেনা শাসন চালু করেছিলেন।
🌟 সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান ✒
পরে তিনি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছিলেন।
✨ এত ঘটনার কারণেই জেনারেল জিয়াকে সৌভাগ্যবান বলাই চলে। © All Right Reserved Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment