459) Employment test in coronavirus. (করোনাভাইরাসে চাকরির পরীক্ষা।) - Written by Junayed Ashrafur Rahman ✒
459 https://parg.co/bCDM ) Employment test in coronavirus. (করোনাভাইরাসে চাকরির পরীক্ষা।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒
"In the current situation it is possible to take a employment test stuck in the country."
#Employment #Education #Humanity #Welfare
🌟 Current situation ✒
At present (till today 30 May 2021) it is known through various media that the Indian variant of coronavirus has also started in Bangladesh.
In the meantime, another new disease called black fungus has started.
So the current situation is different than the situation in 2020.
🌟 Activity in the current situation ✒
Although the current situation is different from 2020, but in 2021 compared to 2020, human activity is much higher.
Simply put, the lockdown is not being observed in 2021 in the same way as it was observed in 2020.
One of the reasons for this is that people are not following the lockdown like in 2020 in the pursuit of life.
There have even been public rallies and statements against the lockdown in the pursuit of life.
🌟 Festivals and lockdowns disobeyed ✒
Lockdown is being ignored in the pursuit of life, it is reasonable at least a little bit.
But did not the Indian variant and black fungus spread in the way people gathered at the Eid festival?
🌟 Employment test in the current situation ✒
In the current situation, the lockdown has been postponed for several days and Eid has been given a chance, which has resulted in huge crowds of people in markets, shopping malls, vehicles and ferries.
Then taking employment test for just a few hours should never be a problem compared to that.
🌟 Educational institutions open and employment examinations ✒
Opening educational institutions and employment examinations are different issues.
If the educational institution is opened, students and teachers will gather for hours every day, as a result of which there will be a possibility of spreading coronavirus.
But the employment test will not be so. So there is no relation between employment test and opening of educational institution.
✨ Therefore, it is to be hoped that the concerned authorities will make arrangements for taking the employment test in the present situation. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
"বর্তমান পরিস্থিতিতে দেশে আটকে থাকা চাকরির পরীক্ষা নেয়া সম্ভব।"
🌟 বর্তমান পরিস্থিতি ✒
বর্তমানে (আজ ৩০ মে ২০২১ পর্যন্ত) বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশেও শুরু হয়েছে।
এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নামের নতুন আরেক রোগ শুরু হয়েছে।
তাই ২০২০ সালের পরিস্থিতির চেয়ে এখনের পরিস্থিতিটা অন্যরকম।
🌟 বর্তমান পরিস্থিতিতে তৎপরতা ✒
যদিও বর্তমান পরিস্থিতি ২০২০ এর চেয়ে অন্যরকম, কিন্তু ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মানুষের তৎপরতা অনেক বেশি।
সহজ কথায় বললে বলতে হয়, ২০২০ সালে যেভাবে লকডাউন মানা হত, সেভাবে ২০২১ সালে মানা হচ্ছে না।
এর অন্যতম কারণ হচ্ছে, জীবনের তাগিদে মানুষ ২০২০ সালের মত লকডাউন মানছে না।
এমনকি জীবনের তাগিদে প্রকাশ্যে লকডাউনের বিপক্ষে মিছিল ও বিবৃতি প্রাদনও করা হয়েছে।
🌟 উৎসব ও লকডাউন অমান্য ✒
জীবনের তাগিদে লকডাউন অমান্য করা হচ্ছে, এটাত কিছুটা হলেও যুক্তিসঙ্গত।
কিন্তু ঈদ উৎসবে যেভাবে মানুষের সমাগম হয়েছে, তাতে ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস কি ছড়ায় নি?
🌟 বর্তমান পরিস্থিতিতে চাকরির পরীক্ষা ✒
বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েক দিনের জন্য লকডাউন স্থগিত রেখে ঈদ উৎসবের সুযোগ দেয়া হয়েছে , আর এর ফলে বাজারে, শপিং মলে, যানবাহনে, ফেরিঘাটে মানুষের প্রচণ্ড ভিড় হয়েছে।
তাহলে মাত্র কয়েক ঘণ্টার জন্য চাকরির পরীক্ষা নেওয়াতে সেই তুলনায় কখনই সমস্যা হওয়ার কথা না।
🌟 শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও চাকরির পরীক্ষা ✒
শিক্ষা প্রতিষ্ঠান খোলা আর চাকরির পরীক্ষা আলাদা বিষয়।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা শিক্ষার্থী ও টিচারদের সমাবেশ হবে, ফলে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকবে।
কিন্তু চাকরির পরীক্ষাতে তেমন হবে না। তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে চাকরির পরীক্ষার সম্পর্ক নাই।
✨ তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতিতে চাকরির পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবেন, এটা আশা করাই যায়। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
Comments
Post a Comment