594)18 years of RAB.(র‍্যাবের 18 বছর।) - Written by Junayed Ashrafur Rahman

March 29, 2022 Tuesday 
594 http://ow.ly/wTJh1036lN7 )18 years of RAB.(র‍্যাবের 18 বছর।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সকল লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://notepin.co/shared/caohttf

 It has been 18 years since RAB http://ow.ly/mFzz103vXHK . RAB was established on March 26, 2004, 18 years before today.

 At that time there were serious crimes as well as common crimes in Bangladesh. In particular, the terrorist activities were going on continuously.

 With the sudden establishment of RAB, that terror was greatly reduced.

  Because one of the characteristics of the RAB was the ability to shoot and kill terrorists as encounters when they were found guilty.

 In other words, what the police could not do, the RAB could do effortlessly. For example, if a person is attacked by a firearm, then if the person is shot dead by the RAB in retaliation, there will be no trial of the RAB. That is what was termed as crossfire.

  As a result, more terrorists were killed in RAB crossfire than were killed in direct encounters with the police.

 As a result, many big terrorists began to refrain from committing crimes for fear of crossfire.

  In this way, RAB started playing a special role in suppressing crime in Bangladesh.

  At present RAB has greatly increased its capacity. Especially they have set up camps in different districts like themselves. And there are those who are more prone to crime, especially in Cox's Bazar.

  As a result, crime is much lower than in the past. The role of RAB in this case can never be denied.

  However, there are various criticisms about RAB in Bangladesh and abroad.

  It must be remembered that RAB is a man-made organization. In other words, those who work in RAB are all human beings. Not any kind of robot. So there may be a little mistake in the judgment of the people. And that mistake may cause an accident.

 However, RAB should be more defensive instead of offensive. In other words, in the case of crime suppression, the issue of correction of crime should be given more importance than killing the criminals.

 Especially when an offender is brought under encounter, more effort should be made to arrest the offender without giving him an encounter.

 That is, no matter how many crimes a criminal commits, he must first try to be arrested. If that is not possible, then the matter of encounter will be very optional.

  In this way RAB may be able to move from an offensive position to a defensive position.

  It is hoped that the RAB will be able to protect itself from various forms of criticism. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 


দেখতে দেখতে র‍্যাবের 18 বছর হয়ে গেলো। র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছিলো আজ থেকে 18 বছর আগে 2004 সালের 26 শে মার্চ।

সেই সময় বাংলাদেশে সাধারণ অপরাধের পাশাপাশি মারাত্মক অপরাধও হচ্ছিলো। বিশেষ করে সন্ত্রাসী কাজ ধারাবাহিকভাবেই চলছিলো। 

হঠাৎ করে র‍্যাব প্রতিষ্ঠিত হওয়ার কারণে সেই সন্ত্রাস অনেকাংশেই কমে গিয়েছিলো।

 কেননা সন্ত্রাসীদেরকে অপরাধের মধ্যে পাওয়া অবস্থায় এনকাউন্টার হিসেবে গুলি করে হত্যা করার ক্ষমতা প্রাপ্তি ছিলো র‍্যাবের অন্যতম বৈশিষ্ট্য। 

অর্থাৎ পুলিশ যে কাজটি করতে পারতো না, সেটা অনায়াসে র‍্যাব করতে পারে। যেমন কোন ব্যক্তি যদি আগ্নেয়াস্ত্র দ্বারা হামলা করে, তাহলে পাল্টা গুলি করলে র‍্যাবের হাতে সেই ব্যক্তি মারা গেলে র‍্যাবের কোন বিচার হতো না। অর্থাৎ সেটাকেই ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছিলো।

 এর ফলে সরাসরি পুলিশের সঙ্গে এনকাউন্টারের মাধ্যমে যতগুলো সন্ত্রাসী নিহত হতো, এর চেয়ে অনেক বেশি সন্ত্রাসী র‍্যাবের ক্রসফায়ারে নিহত হতে থাকে। 

এর ফলে ক্রসফায়ারের ভয়ে অনেক বড় বড় সন্ত্রাসী নিজেকে অপরাধ থেকে বিরত রাখতে শুরু করে।

 এভাবেই বাংলাদেশের অপরাধ দমনে র‍্যাবের বিশেষ ভূমিকা পালিত হতে থাকে।

 বর্তমানে র‍্যাব নিজেদের সামর্থ্য অনেক বৃদ্ধি করেছে। বিশেষ করে নিজেদের মতো করে বিভিন্ন জেলায় ক্যাম্প স্থাপন করেছে। এবং যেসকল অপরাধপ্রবণ এলাকা আছে, বিশেষ করে কক্সবাজারের মত অপরাধপ্রবণ এলাকায় আরো বেশি তৎপর আছে।

 এর ফলে অতীতের চেয়ে অপরাধ কর্মকাণ্ড অনেক কমেছে। এক্ষেত্রে র‍্যাবের ভূমিকা কখনো অস্বীকার করা যায় না।

 যদিও র‍্যাবকে নিয়ে বাংলাদেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন সমালোচনা হচ্ছে।

 এটা অবশ্যই মনে রাখতে হবে যে, র‍্যাব মনুষ্যচালিত একটি সংস্থা। অর্থাৎ র‍্যাবে যারা চাকরি করে, ওরা সকলেই মানুষ। কোন ধরনের রোবট না। তাই মানুষের বিচার-বিবেচনায় একটু ভুল থাকতেই পারে।আর সেই ভুলের কারণে দুর্ঘটনা হতেই পারে।

তবে র‍্যাবকে অফেন্সিভ না হয়ে আরো ডিফেন্সিভ হতে হবে। অর্থাৎ অপরাধ দমনের ক্ষেত্রে অপরাধীদেরকে হত্যা করার চেয়ে অপরাধের সংশোধনের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে।

বিশেষ করে যখন কোন অপরাধীকে এনকাউন্টারের আওতায় আনা হয়, তখন সেই অপরাধীকে এনকাউন্টারে না দিয়ে তাকে গ্রেফতার করার বেশি চেষ্টা করতে হবে। 

অর্থাৎ কোন অপরাধী যত অপরাধই করুক, তাকে সর্বপ্রথম গ্রেফতারের চেষ্টা করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে এনকাউন্টারের ব্যাপারটা অতিশয় অপশনাল হিসেবে থাকবে।

 এভাবেই র‍্যাব হয়তো একটা অফেন্সিভ অবস্থা থেকে ডিফেন্সিভ অবস্থায় উন্নীত হতে পারবে।

 এতে আশা করা যায় যে, বিভিন্ন ধরনের সমালোচনা থেকে র‍্যাব নিজেকে রক্ষা করতে পারবে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒