610)Our Padma bridge.(আমাদের পদ্মা সেতু।) - Written by Junayed Ashrafur Rahman ✒

June 23,2022 Thursday

610 http://ow.ly/3ixr103F7Qs )Our Padma bridge.(আমাদের পদ্মা সেতু।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 

 "The Padma Bridge is one of the best constructions in Bangladesh."


🌟 The way the Padma bridge ✒ 

 It is well known that construction of Padma Bridge started in 2014 and construction of Padma Bridge was completed in 2022.

 In the meantime, various incidents and debates are taking place centering on the Padma Bridge.

 Despite this, the Padma Bridge was finally built.

🌟 Controversy over the Padma Bridge ✒ 

 There is an argument in every work. In some cases there is more argument and in some cases there is less argument.

 Similarly, there has been a lot of controversy about the Padma Bridge at home and abroad.

 It is even being said that there have been many conspiracies centered on the Padma Bridge.

 The Padma Bridge was built with its own funds - contrary to what is said, it is also said that, the Padma Bridge was built with a loan. Again, many said that the Padma bridge has been built with the cooperation of other countries. What is the achievement? This kind of talk has been said on YouTube for a long time.

Even some expatriate YouTubers have claimed that the Padma Bridge has been built with the remittances sent by them. So the credit for building the Padma bridge belongs to them.

 It is a matter of happiness that, the construction work of Padma Bridge has been completed amidst all the arguments and demands for achievement.

🌟 Sheikh Hasina and Padma Bridge ✒ 

 Yes, Sheikh Hasina built the Padma Bridge. There is no way to deny this fact.

Sheikh Hasina has been in power for almost five years before the construction of the Padma Bridge began and even after the completion of the construction work. So there is no way to deny this fact.

 In future history, it will be mentioned that, "Who built the Padma Bridge?" The answer will be, "The Padma Bridge was built by Sheikh Hasina." In other words, the Padma Bridge was built during the rule of Sheikh Hasina. This is the real history, this is the truth.

🌟 Me and the Padma Bridge ✒ 

 No. Dear reader, never mind that I am claiming any credit for the construction of the Padma Bridge.

 Rather, I am talking about my future work plan about the Padma Bridge.

 I want to go under the Padma bridge in a big barge boat in the future, catch hilsa fish with net and fry that hilsa fish in gas stove and eat it with rice. This is my future work plan for the Padma Bridge.

🌟 Our Padma bridge ✒ 

 Although the Padma Bridge was built during the rule of Sheikh Hasina, it is applicable to all people irrespective of party affiliation.

 Despite this, there has been a lot of controversy over the Padma Bridge. But for non-partisan people like me, the Padma Bridge is the main issue.

How did Sheikh Hasina become the Prime Minister in 2014 and 2018? How does she survive in power? From which country did she take loan? Or did she build the Padma Bridge in collaboration with which country? This could be an important issue for Sheikh Hasina's opponents. But that doesn't matter to people like us.

 That is why the construction work of Padma bridge is more important to us. This bridge belongs to Bangladesh. This bridge is our Padma bridge. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

"পদ্মা সেতু আমাদের বাংলাদেশের অন্যতম সেরা নির্মাণ।"

🌟 যেভাবে পদ্মা সেতু ✒ 

এটা সকলেরই জানা যে 2014 সালে পদ্মা সেতুর নির্মাণ শুরু হয়েছে এবং 2022 সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

এরই মধ্যে পদ্মা সেতুকে কেন্দ্র করে নানান ঘটনা আর তর্ক বিতর্ক হচ্ছে।

তা সত্ত্বেও অবশেষে পদ্মা সেতু নির্মাণ হয়েই গেল।

🌟 পদ্মা সেতু নিয়ে তর্ক বিতর্ক ✒ 

প্রত্যেক কাজেই তর্ক-বিতর্ক থাকেই। কোন কাজে তর্ক-বিতর্ক বেশি হয় আবার কোন কাজে তর্ক-বিতর্ক কম হয়।

তেমনি পদ্মা সেতু নিয়েও অনেক তর্ক বিতর্ক হয়েছে দেশে ও বিদেশে।

এমনকি এটা বলা হচ্ছে যে, পদ্মা সেতুকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্রও হয়েছে।

পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে- এটা বলা হলে এই কথার বিপরীতে এটাও বলা হয় যে, পদ্মা সেতু নাকি লোন নিয়ে করা হয়েছে। আবার অনেকেই বলেন, অন্যদেশের সহযোগিতা নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। তাতে কৃতিত্বের কী আছে? এই ধরনের কথাবার্তা অনেকদিন যাবত ইউটিউবে বলা হচ্ছে।

এমনকি কিছু প্রবাসী ইউটিউবার তো এটাও দাবি করে বসেছেন যে, তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। তাই পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব নাকি তাদেরই।

সকল তর্ক বিতর্ক আর কৃতিত্বের দাবি প্রভৃতির মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে, এটাই আনন্দের বিষয়।

🌟 শেখ হাসিনা ও পদ্মা সেতু ✒ 

হ্যাঁ, শেখ হাসিনাই পদ্মা সেতু নির্মাণ করেছেন। এ সত্য অস্বীকার করার কোন উপায় নাই।

পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় পাঁচ বছর আগে থেকেই শেখ হাসিনা ক্ষমতায় আছেন এবং নির্মাণ কাজ শেষ হওয়ার পরও শেখ হাসিনা ক্ষমতায় আছেন। তাই এ সত্য অস্বীকার করার কোনো উপায় নাই।

ভবিষ্যতের ইতিহাসে তো এটাই উল্লেখ করা হবে যে, "পদ্মা সেতু কে বানিয়েছে?" উত্তরে বলা হবে,"পদ্মা সেতু শেখ হাসিনা বানিয়েছেন।" অর্থাৎ শেখ হাসিনার শাসনকালে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এটাই হচ্ছে আসল ইতিহাস, এটাই হচ্ছে সত্য।

🌟 আমি ও পদ্মা সেতু ✒ 

না। প্রিয় পাঠক-পাঠিকা, এটা কখনই মনে করবেন না যে আমি পদ্মা সেতুর নির্মানে কোন ধরনের কৃতিত্ব দাবি করছি।

বরং পদ্মা সেতু সম্পর্কে আমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বলছি।

আমার ইচ্ছে আছে, ভবিষ্যতে একটা বড় বজরা নৌকায় করে পদ্মা সেতুর নিচে গিয়ে জাল দিয়ে ইলিশ মাছ ধরে সেই ইলিশ মাছ গ্যাসের চুলায় ফ্রাই করে ভাত মাখিয়ে খাব। এটাই হচ্ছে পদ্মা সেতুর ব্যাপারে আমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।

🌟 আমাদের পদ্মা সেতু ✒ 

পদ্মা সেতু যদিও শেখ হাসিনার শাসনকালে নির্মিত হয়েছে, কিন্তু এই সেতু দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্যই প্রযোজ্য।

তা সত্ত্বেও পদ্মা সেতু নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু আমার মতো নির্দলীয় মানুষের কাছে পদ্মা সেতু হচ্ছে মুখ্য বিষয়।

শেখ হাসিনা 2014 সালে এবং 2018 সালে কীভাবে প্রধানমন্ত্রী হয়েছেন? কীভাবে তিনি ক্ষমতায় টিকে আছেন? তিনি কোন দেশের কাছ থেকে লোন নিয়েছেন? অথবা তিনি কোন দেশের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ করেছেন?এটা শেখ হাসিনার বিরোধীদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। কিন্তু সেটা আমাদের মতো জনসাধারণের কাছে তেমন গুরুত্বপূর্ণ না। 

তাই পদ্মা সেতুর নির্মাণ কাজই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই সেতু বাংলাদেশের।এই সেতু আমাদের পদ্মা সেতু।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒