622)Murderers seventy-five. (পঁচাত্তরের খুনিরা।) - Written by Junayed Ashrafur Rahman

 August 15,2022 Monday  

622 https://v.gd/NyLdMJ)Murderers seventy-five. (পঁচাত্তরের খুনিরা।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


 


"The murderers of 75 are not in the country now. But the behavior of the extreme opponents of Sheikh Hasina and the behavior of the murderers of 75 may be similar." https://notepin.co/shared/kepqviq


 🌟 Murderers seventy-five ✒ 


 The murderers of 75, that is, those who killed Bangabandhu and others on August 15, 1975, are not in the country. Some have been convicted and some are absconding abroad.


So it can be said that the murderers of the 75th are no longer active.


 🌟 Behavioral similarity ✒ 


 The killers were active to remove Bangabandhu from power on August 15. And they did it themselves to seize power through arms.


 Wanting to share power can never be a crime. Rather, the crime is undemocratic usurpation of power in a democratic country. Undemocratic seizure of power is considered a crime against any government.


And currently those who are jealous of Sheikh Hasina are the ones who want to remove Sheikh Hasina from power.


🌟 Who is jealous of whom? ✒ 


 It is very difficult to answer by name.


 Because envy is hidden in the mind. Again, it is not written on anyone's face or forehead, who is doing violence to whom.


 Therefore, the hatred hidden in the mind cannot be a documentary evidence against anyone.


But the conduct is public, that is the documentary evidence.


 Therefore, those who show violence in their behavior and speech must understand that they are the ones who are jealous of Sheikh Hasina.


 And it is a fact that the killers of 75 have behavioral similarities with those who seek revenge and illegal seizure of power without democratic procedures.


Where are the predators?


 All parties except non-partisans have violent people. Because every party wants to be a partner of state power. Some even want to usurp domestic power.


 Many of the murderers of the 75th were members of the Awami League. Many were loyal to the Awami League government. But they were very jealous of Bangabandhu. So they killed Bangabandhu.


Khandakar Mostak was a close friend of Bangabandhu. And many of those who killed Bangabandhu were brave freedom fighters. But they killed Bangabandhu out of jealousy.


 So it can be said that since 2009 till now 2022 Sheikh Hasina has been the prime minister and head of the government, many people are envious of her.


 But since jealousy is hidden in the mind. So it is extremely difficult to find out who is doing violence in their hearts.


Therefore, those who show revenge in their words and behavior, must understand that they are the ones who are envious of Sheikh Hasina. It can be from any party.


 Today is 15 August 2022. We remember all those who were martyred on August 15, 1975 irrespective of party affiliation with humble respect. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n


"পঁচাত্তরের খুনিরা এখন দেশে নাই। কিন্তু শেখ হাসিনার চরম বিরোধীদের আচরণ ও পঁচাত্তরের খুনিদের আচরণ একই রকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে।"


🌟 পঁচাত্তরের খুনিরা ✒ 


পঁচাত্তরের খুনিরা অর্থাৎ ১৯৭৫ সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু এবং অন্যান্যদেরকে হত্যাকারীরা এখন দেশে নাই।কেউ দণ্ডিত হয়েছে আর কেউ বিদেশে পলাতক আছে।


তাই বলা যায় পঁচাত্তরের খুনিরা বর্তমানে আর সক্রিয় নাই।


🌟 আচরণগত মিল ✒ 


পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানোর জন্যই খুনিরা সক্রিয় হয়েছিল।আর সেটা করেছিল নিজেরা অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করার জন্য।


ক্ষমতার অংশীদার হতে চাওয়া কখনই অপরাধ হতে পারে না।বরং অপরাধ হচ্ছে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করা। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করতে যাওয়া যে কোনো সরকারের বিরুদ্ধে অন্যায় অপরাধ হিসেবে বিবেচ্য।


🌟 কোনদের (কার কার / কাদের) হিংসা হয় ? ✒ 


নাম উল্লেখ করে এর উত্তর দেয়া অত্যন্ত কঠিন ব্যাপার।


কেননা হিংসা থাকে মনের মধ্যে গোপনে। আবার কারোর মুখে অথবা কপালে লেখা থাকে না, কে কাকে হিংসা করছে।


তাই মনের মধ্যে লুকিয়ে থাকা হিংসা বিদ্বেষ কারোর বিরুদ্ধে কোন দলিল প্রমাণ হতে পারে না।


 কিন্তু আচরণ থাকে প্রকাশ্যে, সেটাই হচ্ছে দলিল প্রমাণ।


তাই আচরণ ও বক্তব্যে যাদের সহিংসতা প্রকাশিত হয় বুঝে নিতে হবে ওরাই শেখ হাসিনাকে হিংসা করে।


এবং যারা গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে প্রতিহিংসা এবং অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় তাদের সঙ্গে ৭৫ এর খুনিদের আচরণগত মিল আছে, এটাই বাস্তব।


আর বর্তমানে যারা শেখ হাসিনাকে হিংসা করে ওরাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায়। 


🌟 হিংসুকরা কোথায় আছে? ✒ 


নির্দলীয় জনগণ ছাড়া সকল দলে হিংসুক আছে। কেননা প্রত্যেক দলই চায় রাষ্ট্রক্ষমতার অংশীদার হতে। এমনকি কেউ কেউ চায় স্বরাষ্ট্রক্ষমতা যেনতেনভাবে দখল করতে।


পঁচাত্তরের খুনিরা অনেকেই আওয়ামীলীগ করত। আবার অনেকেই আওয়ামীলীগ সরকারের অনুগত ছিল। কিন্তু ওরা বঙ্গবন্ধুকে খুবই হিংসা করত। তাই বঙ্গবন্ধুকে ওরা হত্যা করেছে।


খন্দকার মোস্তাক তো ছিলো বঙ্গবন্ধুর একান্ত সহচর। এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ওদের অনেকেই ছিল বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ওরাই হিংসা করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।


তাই বলা যায় ২০০৯ সাল থেকে বর্তমান ২০২২ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও সরকার প্রধান হওয়ার কারণে অনেকেই তিনিকে হিংসা করছে।


কিন্তু হিংসা যেহেতু মনের মধ্যে লুকিয়ে থাকে। তাই খুঁজে খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ কারা মনে মনে হিংসা করছে।


তাই যাদের কথা এবং আচরণে প্রতিহিংসা প্রকাশিত হয়, বুঝতে হবে ওরাই শেখ হাসিনাকে হিংসা করছে। সেটা যে কোন দলেরই লোক হতে পারে।


🌟 আজ ১৫ আগস্ট ২০২২। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া সকলকে আমরা দল মত নির্বিশেষে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒