624)State power of Bangladesh and India.(ভারত ও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা।) - Written by https://v.gd/JunayedAshrafurRahman ✒

 August 23,2022 Tuesday

624 https://v.gd/MyWritingsFrom601 )State power of Bangladesh and India.(ভারত ও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা।) - Written by https://v.gd/JunayedAshrafurRahman ✒ 


 


"India will not put any party of Bangladesh in power, but India will not tolerate that government doing anything against India." https://notepin.co/shared/qgvkglx


#Politics #Wisdom #History #Welfare 


 Bangladesh is an independent and sovereign state.

 Politically and administratively, Bangladesh is never dependent on any other country.


But geographically and commercially Bangladesh was never beyond India's influence.

(598)Bangladesh's love for India.(বাংলাদেশের ভারতপ্রীতি।)- Written by Junayed Ashrafur Rahman ✒ https://v.gd/598BangladeshsloveforIndi

🌟 India's counter action ✒ 


 It was mainly through the direct intervention of India that Bangladesh gained independence from Pakistan and became an independent and sovereign state.


India made Bangladesh independent from Pakistan, not just to make the beauty shine by eating hilsa fish fry from the Padma river.


 Rather, the then West Pakistan was active in hostilities and wars against India. So India made the then East Pakistan independent by fighting directly from West Pakistan.


🌟 India's silence ✒ 


But India has always been silent about Bangladesh's internal state power.


 After the assassination of Bangabandhu, India could have intervened but instead remained neutral.


 India has remained neutral even in all subsequent changes of state power in Bangladesh. 


 Because those shifts in state power were never against India's interests.


🌟 India's strictness ✒ 


But if any political party in Bangladesh is in power now or in the future and engages in anti-India activities, will India feed that party with Dada Boudi Biryani from West Bengal?


Never. Rather, it can be easily assumed that strict action will be taken against that party even if it is not done in the same way as it was done with Pakistan.


🌟 Therefore, every political party of Bangladesh should develop Bangladesh by maintaining their sovereignty instead of being active against India. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 http://ow.ly/QvJm1036lYy


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262


📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h




⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n




"বাংলাদেশের কোন দলকে ভারত রাষ্ট্রক্ষমতায় বসাবে না, কিন্তু ভারত বিরোধী কোনো কাজ করলে সেই সরকারকে ভারত সহ্য করবে না।"


বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র।

রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে বাংলাদেশ অন্য কোন দেশের উপর কখনই নির্ভরশীল না।


কিন্তু ভৌগোলিক এবং বাণিজ্যিকভাবে বাংলাদেশে কখনই ভারতের প্রভাবের বাইরে না।


🌟 ভারতের কাউন্টার অ্যাকশন ✒ 


মূলত ভারতের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমেই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে।


পাকিস্তান থেকে বাংলাদেশকে ভারত স্বাধীন করিয়েছে শুধু পদ্মা নদীর ইলিশ মাছের ফ্রাই খেয়ে রূপখানা ঝকঝকে বানানোর জন্য না।


বরং ভারতের বিরুদ্ধে তৎকালীন পশ্চিম পাকিস্তান শত্রুতা এবং যুদ্ধের মাধ্যমে সক্রিয় ছিল। তাই ভারত তৎকালীন পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে সরাসরি যুদ্ধ করে স্বাধীন করিয়েছে। 


🌟 ভারতের নীরবতা ✒ 


কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাষ্ট্রক্ষমতার ব্যাপারে ভারত সর্বদা নীরব রয়েছে।


বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ভারত চাইলে হস্তক্ষেপ করতে পারত, কিন্তু সেটা না করে নিরপেক্ষ রয়েছে।


এমনকি পরবর্তীতে রাষ্ট্রক্ষমতার যত পালাবদল হয়েছে সকল ক্ষেত্রেই ভারত নিরপেক্ষ রয়েছে।


🌟 ভারতের কঠোরতা ✒ 


কেননা রাষ্ট্র ক্ষমতার সেই পালাবদলগুলো কখনই ভারতের স্বার্থবিরোধী ছিল না।


কিন্তু বর্তমান ও ভবিষ্যতে যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দল ক্ষমতায় থেকে অথবা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে কি সেই দলকে ভারত পশ্চিমবঙ্গ থেকে দাদা বৌদি বিরিয়ানি এনে খাওয়াবে?


কখনই না। বরং পাকিস্তানের সঙ্গে যেরকম করেছে সেরকম না করলেও সেই দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটা সহজেই অনুমান করা সম্ভব।


🌟 তাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ভারতের বিরুদ্ধে সক্রিয় না হয়ে নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে বাংলাদেশকে আরো উন্নত করা।©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 http://ow.ly/QvJm1036lYy


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262


📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h




⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

215)Dr. Kamal Hossain :- Legislator outside the parliament.(ড. কামাল হোসেন : - আইনসভার বাইরের আইন প্রণেতা।)-Written by Junayed Ashrafur Rahman ✒