205 ) জেনারেল খালেদ মোশাররফের বিদ্রোহ (REVOLT OF GENERAL KHALED MOSHARROF)।-Written by Junayed Ashrafur Rahman
205 ) REVOLT OF GENERAL KHALED MOSHARROF. -Written by Junayed Ashrafur Rahman ✒
(ENGLISH VERSION)
General Khaled rebelled only to seize power himself - not to add any other political figure or family or party to power.
🌟 General Khaled's anger during Bangabandhu ✒
General Khaled was a freedom fighter. And one of the senior officers. So General Khaled had unlimited ambition to become the next Chief of Army Staff after General Shafiullah.
But in mid-1975, Bangabandhu decided to extend the term of General Shafiullah for another three years.
However, General Khaled and General Zia knew about that decision.
So although General Zia was a little dissatisfied with that decision, General Khaled was much more angry.
🌟 General Khaled's anger increased after the assassination of Bangabandhu ✒
Bangabandhu was assassinated under the plan and leadership of General Khaled's nephew, Colonel Farooq - but Khandaker Mushtaq appointed General Zia as army chief.
This made General Khaled even more angry.
Also Colonel Shafayat Jamil joined with General Khaled.
🌟 Attempt to bring Major Rashid back to the chain of command ✒
By making Khandaker Mushtaq the President, Major Rashid and another majors started controlling the law and order of the country.
This made General Khaled dissatisfied. So he tried to get Rashid and them back in the chain of command.
Khaled and Jamil would have benefited from this. Because, if the receivers had returned to the cantonment following the chain of command, then naturally Khaled-Jamil would have been the main controller of power due to his seniority.
🌟 Removing and capturing General Zia ✒
On November 3, another mutiny led by General Khaled took place and General Zia was removed and taken prisoner.
But General Zia was imprisoned by Khaled, but Khandaker Mushtaq was retained as president for a few days - until Justice Sayem was appointed.
However, Khandaker Mushtaq was captured under the leadership of Colonel Jamil.
🌟 Assassination of General Khaled led by Major Jalil ✒
On November 7, General Zia was released and attached with the power after the assassination of General Khaled and others by the direction of Colonel Taher and leading of Major Jalil.
🌟 Thus General Khaled's revolt was dismissed.
(BANGLA VERSION)
জেনারেল খালেদ শুধুমাত্র নিজে ক্ষমতা দখলের জন্যই বিদ্রোহ করেছিলেন - অন্য কোন রাজনৈতিক ব্যক্তি অথবা পরিবার অথবা দলকে ক্ষমতায় সংযোজন করার জন্য না।
🌟 বঙ্গবন্ধুর সময়ে জেনারেল খালেদের ক্ষোভ ✒
জেনারেল খালেদ ছিলো মুক্তিযোদ্ধা। এবং অন্যতম সিনিয়র অফিসার। তাই জেনারেল শফিউল্লাহর পরে সেনাপ্রধান হওয়ার জন্য জেনারেল খালেদের সীমাহীন উচ্চাকাঙক্ষা ছিলো।
কিন্তু 1975 সালের মাঝামাঝিতে জেনারেল শফিউল্লাহর মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু।
তবে ঐ সিদ্ধান্তের ব্যাপারে জেনারেল খালেদ ও জেনারেল জিয়া জেনেছিলেন।
তাই ঐ সিদ্ধান্তের প্রতি জেনারেল জিয়া কিছুটা অসন্তুষ্ট হলেও জেনারেল খালেদ ছিলো অনেক বেশি ক্ষুব্ধ।
🌟 বঙ্গবন্ধুকে হত্যার পরে জেনারেল খালেদের ক্ষোভের বৃদ্ধি ✒
জেনারেল খালেদের ভাগ্নে কর্নেল ফারুকের পরিকল্পনা ও নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় - কিন্তু খন্দকার মোশতাক সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলো জেনারেল জিয়াকে।
এই বিষয়টা জেনারেল খালেদকে আরও ক্ষুব্ধ করে তুলে।
আর জেনারেল খালেদের সঙ্গে যোগ দেয় কর্নেল শাফায়াত জামিল।
🌟 মেজর রশিদদেরকে চেইন অব কমান্ডে ফিরিয়ে নেয়ার চেষ্টা ✒
খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি বানিয়ে দেশের আইন - শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে থাকে মেজর রশিদরা।
এই বিষয়টা জেনারেল খালেদকে অসন্তুষ্ট করে। তাই সে চেষ্টা করেছিলো রশিদদেরকে চেইন অব কমান্ডে ফিরিয়ে নেয়ার।
এতে খালেদ - জামিলরাই লাভবান হতো। কেননা , রশিদরা যদি চেইন অব কমান্ড মেনে ক্যান্টনমেন্টে ফিরে যেতো , তাহলে সিনিয়র হওয়ার কারণে স্বাভাবিকভাবেই খালেদ - জামিলরাই হতো ক্ষমতার মূল নিয়ন্ত্রণকারী।
🌟 জেনারেল জিয়াকে অপসারণ ও বন্দী করা ✒
নভেম্বরের 3 তারিখে জেনারেল খালেদের নেতৃত্বে ঘটে আরেক বিদ্রোহ এবং জেনারেল জিয়াকে অপসারণ ও বন্দী করা হয়।
কিন্তু জেনারেল জিয়াকে খালেদ বন্দী করলেও রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাককে বহাল রাখা হয় কয়েক দিন - বিচারপতি সায়েমকে নিয়োগ দেয়া পর্যন্ত।
যদিও কর্নেল জামিলের নেতৃত্বে খন্দকার মোশতাককে বন্দী করা হয়।
🌟 মেজর জলিলের নেতৃত্বে জেনারেল খালেদকে হত্যা ✒
নভেম্বরের সাত তারিখে কর্নেল তাহেরের নির্দেশনায় আর মেজর জলিলের নেতৃত্বে জেনারেল খালেদ ও অন্যান্যকে হত্যা করে জেনারেল জিয়াকে মুক্ত করা হয় এবং ক্ষমতায় সংযোজন করা হয়।
🌟 এভাবেই জেনারেল খালেদের বিদ্রোহের অবসান হয়েছিলো।
Comments
Post a Comment